এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিকে আটকাতে অনুব্রত মন্ডলের বিস্ফোরক ‘কুকীর্তির’ কথা ফাঁস করে দিলেন তাঁরই ‘ডেপুটি’!!

বিজেপিকে আটকাতে অনুব্রত মন্ডলের বিস্ফোরক ‘কুকীর্তির’ কথা ফাঁস করে দিলেন তাঁরই ‘ডেপুটি’!!


গত বছরের শেষের দিকে বীরভূমের লাভপুরে বিজেপি নেতা মুকুল রায়কে সভা করতে দেয়নি তৃণমূল কংগ্রেস এমন অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে। পাশাপাশি আবারো গত জানুয়ারিতে সিউড়িতে সভা করে বিজেপি। কিন্তু সেখানে নাকি বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে সভায় আসতে দেওয়া হচ্ছে না, এমনকি বাস ভাংচুর করে দলীয় কর্মীদের রক্তাক্ত করা হয়েছে – এমন অভিযোগও করেছিল বিজেপি। এবার বিজেপির সমস্ত অভিযোগকে সঠিক বলে দাবি করলেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মান্নান হোসেন এমনটাই দাবি দাবি করা হয়েছে একটি সংবাদমাধ্যমে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, লাভপুরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক দলীয় সভা থেকে মান্নান সাহেব দাবি করছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বর নির্দেশে সিউড়ির সভায় বিজেপি কর্মীদের যেতে দেওয়া হয়নি।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বিস্ফোরকভাবে আরও দাবি করেছেন, বিজেপির লাভপুরের সভাও বানচাল করা হয় বীরভূম জেলার সভাপতি ও জেলা নেতৃত্বের নির্দেশে। পাশাপাশি তিনি জানান, নির্দেশ এসেছিলো ২৬টা বাসের ৩৬ রকম করে ভাঙচুর করতে হবে। মান্নান হোসেনে দাবি করেন যে “সেদিন বাসস্ট্যান্ডে বাস ভাঙচুর করে, লোকজনের মাথা ফাটিয়ে সেই ছবি জেলা নেতৃত্বর কাছে আমরা পাঠিয়ে দিয়েছি।” সাথে আরো দাবি করেন “অনুব্রত মণ্ডলের নির্দেশ ছি্ল, লাভপুরের মাটিতে বিজেপি -কে মিটিং করতে দেওয়া যাবে না। আমাদের কাছে নির্দেশ ছিল মুকুল রায়কে লাভপুরের মাটিতে বসতে দেওয়া যাবে না। সেদিন আমরা, আমাদের বুথকর্মী, নেতা ও কর্মীরা সমস্ত শক্তি প্রয়োগ করে মুকুল রায়কে লাভপুরের মাটিতে বসতে দিইনি। রাতের অন্ধকারে কয়েকটা লোক রেললাইনে ফ্ল্যাগ লাগানোর চেষ্টা করেছিল। সেদিন আমাদের মায়েরা, ভাইবোনেরা ওষুধ দিতে পেরেছিল।” যদিও ওই সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে ওই সংবাদমাধ্যমের তরফে কোনো বিবৃতি দেওয়া নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত ভিডিওর পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!