এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গে সংগঠনের ভিত মজবুত করতে এবার বিজেপির ভরসা ‘অ্যাপার্টমেন্ট প্রমুখরা’

বঙ্গে সংগঠনের ভিত মজবুত করতে এবার বিজেপির ভরসা ‘অ্যাপার্টমেন্ট প্রমুখরা’


দলীয় জনসভা কিম্বা কোনো গোষ্ঠীর অনুষ্ঠানের মাধ্যমে এখন আর জনসংযোগ করার পক্ষপাতী নয় আরএসএস। মানুষের কাছে পৌঁছতে ও সংগঠনের শক্তি বৃদ্ধি করতে এবার বাড়ি বাড়ি গিয়ে দলীয় আদর্শ প্রচারের কাজে উদ্যোগী হলেন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের সদস্যরা।  মেট্রো শহরগুলির উঁচু অ্যাপার্টমেন্টগুলিতে এবার পৌঁছে যাবেন আরএসএস-এর ‘অ্যাপার্টমেন্ট প্রমুখরা’। দিল্লি, নয়ডা, লখনউ, বেঙ্গালুরু, আগ্রা, মিরাট গুরগাঁও সহ একাধিক শহরকে বেছে নিয়ে এই প্রচারাভিযানের পরিকল্পনা করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই শহর গুলির বেশ কিছু বহুতল আবাসনকে চিহ্নিত করা হয়েছে যেখান থেকে এই কার্য প্রক্রিয়া শুরু হবে। তারা আপাতত ৫০ টি আবাসনকে চিহ্নিত করেছেন । আবাসনগুলি থেকে , আরএসএস সংগঠনের নীতির সঙ্গে যেসমব মানুষের মানসিকতায় মিল রয়েছে, তাঁদের খুঁজে বার করাই হবে আবাসন প্রমুখদের কাজ। এই কাজের জন্যে আরএসএস-এর তৃণমূলস্তরের ব্যক্তিদেরই দায়িত্ব অর্পন করছে গেরুয়া শিবির। এই সমস্ত আর এসএস কর্মীরা, আবাসনের সদস্যদের নিয়ে মাঝেমধ্যেই গোষ্ঠী বৈঠক করবেন। দলীয় সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন মূল্যবোধ, নীতি, ও সাম্প্রতিক ঘটনা এসবই হবে বৈঠকের প্রধান বিষয়বস্তু। এইভাবে আরএসএস শহরের মানুষ জনের সাথে নিজেদের সম্পর্ক সুদৃঢ় করতে চাইছে। সময়ের সাথে সাথে গজিয়ে ওঠা নতুন জনপদ গুলিতে দলীয় সদস্য সংখ্যার বিস্তার করতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!