এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাঙড়ে অপহৃত নির্দল প্রার্থী, অভিযোগের তীর ‘জেলে থাকা’ আরাবুলের দিকেই

ভাঙড়ে অপহৃত নির্দল প্রার্থী, অভিযোগের তীর ‘জেলে থাকা’ আরাবুলের দিকেই


ভাঙড়ে অপহৃত নির্দল প্রার্থী, অভিযোগের তীর ‘জেলে থাকা’ আরাবুলের দিকেই। জেলে বন্দি অবস্থাতেও আরাবুল ইসলামের দাপটের সাক্ষী রইলো গোটা ভাঙ্গর। ভোট শুরু হতে না হতেই অপহরণ হয়ে গেলেন জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নির্দল প্রার্থী শরিফুল মল্লিক। এমনকি নির্দল প্রার্থীদের মারধরও করা হয়েছে। সম্পূর্ণ অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের দিকে। মূলত নিজের জয় ধরে রাখতে জেলে বসেই দলের কর্মী পাঠিয়ে এমন কর্মকান্ড চালিয়েছে আরাবুল ইসলাম, এমনটাই অভিযোগ জানিয়েছে জমি রক্ষা কমিটি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাদের আরও অভিযোগ, “পুলিশি হেফাজতে থেকেও দাপটের সঙ্গে ভোট মেশিনারি ব্যবহার করছেন আরাবুল।” এছাড়া দক্ষি গাজীপুরের ভোটারদের তাড়িয়ে দিয়ে একাধিক বুথ দখলের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সম্প্রতি নির্দল প্রাথীদের একটি মিছিলে তৃণমূলের হামলার জেরে মৃত্যু হয় জমি রক্ষা কমিটির এক সদস্যের। এরপরেই ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী আরাবুল ইসলামের বাড়ির পিছন থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় বোমার ব্যাংকার সহ প্রচুর পরিমান বোমা। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হয় আরাবুল। তখনই জমি রক্ষা কমিটি অভিযোগ জানায়, “গারদে থেকে দাপটের সঙ্গে ভোট করাতে অনুগামীদের দিয়ে প্রচুর বোমা ও অস্ত্রশস্ত্র এলাকায় ঢুকিয়েছে আরাবুল।” জমি রক্ষা কমিটির এই অভিযোগ ও আশংকা সবটাই মাইল গেছে বলে দাবি করেছেন তাঁরা। যদিও পুলিশ এ বিষয়ে কোনো তৎপরতা দেখায় নি। এদিকে স্বভাবসিদ্ধভাবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!