এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘নির্দোষ’ আরাবুলকে কি হাফিজুল হত্যাকাণ্ডে ‘চক্রান্ত করে ফাঁসানো’ হল? বাড়ছে জল্পনা

‘নির্দোষ’ আরাবুলকে কি হাফিজুল হত্যাকাণ্ডে ‘চক্রান্ত করে ফাঁসানো’ হল? বাড়ছে জল্পনা


ভাঙড়ে হাফিজুল হত্যাকান্ডে নিজেকে নিপরাধ এবং চক্রান্তের শিকার বলে দাবি করলেন আরাবুল ইসলাম। এদিন তাঁকে বারুইপুর আদালতে পেশ করার সময়ে তিনি নিজেকে নিরপরাধ দাবি করেন এবং ঐ হত্যাকান্ড যার জেরে আজ তিনি শ্রীঘরে সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রার্থনা করেন। তার কথা অনুসারে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তাঁর উপর মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে। তিনি বললেন, ” আমি দিদিকে বলব, এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। আমি দোষী নই, এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি চাই আমিও।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ভাঙড়ে হাফিজুল হত্যাকাণ্ডে আরাবুল ইসলামের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানো, হত্যার ষড়যন্ত্র, এলাকা সন্ত্রস্ত, মিছিলে হামসা ও হত্যার এমনকি অস্ত্র আইনের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ১৪৭, ১৪৮, ১৪৯ ও ৩২৬ ধারায় মামলা দায়ের দায়ের করা হয়। এদিন আদালতে বিচারক আরাবুল ইসলাম কে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত শুক্রবার নির্দল প্রার্থীর সমর্থনে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীরা পদযাত্রা করছিলো। সেই পদযাত্রা নতুনহাট মোড়ে পৌঁছলে আচমকা একদল আততায়ী ঐ মিছিলে আক্রমন চালায়। শুরু হয় বোমাবাজি সহ এলোপাথারি গুলি বর্ষনও। সেইসময়ে আততায়ীর গুলির আঘতে মৃত্যু হয় হাফিজুল মোল্লা নামক জনৈক আন্দোলনকারীর। এই ঘটনার অল্প সময় পরেই এই ঘটনার প্রতিবাদ স্বরূপ এবং এদিনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া রোড অবরোধ করেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী এই ঘটনার ব্যাপারে অবগত হলে তিনি পুলিশকে আরাবুলের গ্রেফতারীর নির্দেশ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!