এখন পড়ছেন
হোম > রাজ্য > আসানসোলের ‘মানবতাবাদী’ ইমামের জন্য রাষ্ট্রপতি পুরস্কারের দাবি উঠল এবার

আসানসোলের ‘মানবতাবাদী’ ইমামের জন্য রাষ্ট্রপতি পুরস্কারের দাবি উঠল এবার


একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাসে নিজের কিশোর পুত্রকে হারিয়েছেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমাদুল্লা রশিদি। এই ব্যক্তিগত ক্ষতির ঘটনা মেনে নিয়েও তিনি এলাকার রাজনৈতিক ও সর্বোপরী ধর্মীয় সংহতি রক্ষায় অবিচল। এই ঘটনার কথা উল্লেখ করে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন ঐ ইমামের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। এদিন এলাকার অবস্থা খতিয়ে দেখতে এসে বিজেপির এই নেতা একথা জানালেন। তিনি আরোও বললেন এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ও আবেদন করবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্যওই ইমামের ছোট ছেলে কয়েকদিন আগেই নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের দাবি, রামনবমী ঘিরে যখন উত্তেজনা ছড়িয়েছিল, সেই সময়ই ছেলেটি নিখোঁজ হয়। তার পর তার মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু এর জেরে যাতে এলাকায় নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেই বিষয়ে প্রথমেই এগিয়ে এসেছিলেন ওই ইমাম ইমাদুল্লা রশিদি। সোমবার টেলিফোনে সংবাদমাধ্যমকে ইমাম বললেন , “তিনি হিংসা থামিয়েছেন। কারণ, তিনি মনে করেন, তাঁর ছেলের আয়ু যতদিন ছিল, ততদিন সে বেঁচেছে। তাই তিনি চান, এলাকায় সম্প্রীতি থাকুক।” আসানসোলের এই ইমামের ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে এলাকায় শান্তি বজায় রাখতে নেওয়া পদক্ষেপ রাজ্যের মানুষের কাছে নিঃসন্দেহেই এক দৃষ্টান্ত মূলক ঘটনা। প্রশংসার দাবিদার ইমামের এহেন পদক্ষেপকে সম্মান জানাতেই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ইমামের নাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকের তালিকায় অর্ন্তভূক্ত করতে প্রস্তাব করছেন বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!