এখন পড়ছেন
হোম > জাতীয় > শুরু নতুন রাজনৈতিক ইনিংস, দিল্লিতে আত্মপ্রকাশ করল বাইচুং ভুটিয়ার নতুন দল

শুরু নতুন রাজনৈতিক ইনিংস, দিল্লিতে আত্মপ্রকাশ করল বাইচুং ভুটিয়ার নতুন দল


সিকিমের রাজনীতিতে বাইচুং ভুটিয়ার প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।শুক্রবার নয়াদিল্লীতে একটি সাংবাদিক সম্মেলনে  আনুষ্ঠানিকভাবে বাইচুং ভুটিয়া নতুন দলের নাম ঘোষণা করেন ‘হামরো সিকিম পার্টি’।একটা সময় বাইচুংকে পাশে পেতে সিকিমের প্রধান বিরোধী দল ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা'(এসকেএম) মরিয়া ছিল।বাইচুং এদিন জানিয়ে দিলেন রাজনীতির মাঠে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি তবে নিজের আদর্শ নিয়ে।চামলিংকেও টক্কর দিত তিনি তৈরি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ করার মতো কথা হল,আগেই বাইচুং ভুটিয়া দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সঙ্গে নিয়ে, স্বচ্ছ রাজনীতির পথেই  হাঁটার জন্য দল গঠন করবেন বলে জানিয়েছিলেন। সিকিমের প্রথম আইএএস অফিসার মেঘনিধি দাহাল ও দিলীপ রাইকে সেই মতো দলে টানা হয়েছে।এছাড়াও  রয়েছেন ডাক্তার ও ইঞ্জিনিয়ারও। তবে সিকিমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা তিন-চার সপ্তাহ পরে করা হবে বলে জানানো হয়েছে।আগে তিনি তৃণমূলে ছিলেন ফেব্রুয়ারি মাসে একটি টুইট করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছিলেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!