এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলার বুকে বিনাযুদ্ধে জয়ের স্বাদ এবার পেয়ে গেল বিজেপিও, হইচই রাজ্য-রাজনীতিতে

বাংলার বুকে বিনাযুদ্ধে জয়ের স্বাদ এবার পেয়ে গেল বিজেপিও, হইচই রাজ্য-রাজনীতিতে


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্বকে নিয়ে যে সন্ত্রাস এর রাজনীতি চালাচ্ছিলো শাসক দল তারফলে অনেক যায়গাতেই জয় হয়েছে তাদের।এবার সেই জয়ের স্বাদ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পেয়ে গেলো গেরুয়ামহল।আর এই জয় নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেলো রাজ্য রাজনৈতিক মহলে।কীভাবে বিজেপি এই জয় পেলো তা জানতে ভীষণ আগ্রহী বিরোধীপার্টিরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঘটনার শিকড় খুঁজতে চোখ রাখতে হবে বিজেপি শিবির থেকে পাওয়া খবরে।সূত্রের খবর,হুগলির পান্ডুয়ার সরাইতিনান গ্রাম পঞ্চায়েতে তফশিলিদের জন্য সংরক্ষিত ১২১ নম্বর সংসদে তৃণমূল দের তরফ থেকে মনোনয়ন জমা দেন মনিমালা মুর্মু এবং বিজেপিদের তরফ থেকে জমা দেন গীতা বাস্কে।বুধবার স্ক্রুটিনির সময় দুজনের শংসাপত্র যাচাই করার পর বাদ যায় তৃণমূল প্রার্থীর শংসাপত্রটি।বিজেপিদের দাবী ওটা জাল ছিলো বলেই বাদ গেছে।এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় বিজেপিদের।
যদিও শাসকদল এই ঘটনার প্রেক্ষিতে নিরুত্তরই থেকেছে,চুপ থেকেছে প্রশাসনও।তাদের কাছে বিষয়টি সত্যতা সন্দেহের। তবে বিজেপিমহল এই জয়ে হুল্লোর করছে।তারা ভীষণ হাল্কা মেজাজে বলছেন ছোট্ট একটা বুথে এরকম ঘটনা ঘটলেও রাজ্যের বহু যায়গায় এই ঘটনার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়।তৃণমূল নিজের দোষে সমস্যায় পড়লে অতিরিক্ত সুফল কুড়োবে পদ্মশিবির,এটা নিছক অবান্তর নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!