এখন পড়ছেন
হোম > রাজ্য > বঙ্গে বামফ্রন্টের সদস্য সংখ্যার হিসেবে রীতিমত ‘ভয়াবহ’, জানাচ্ছে পার্টিরই হিসেব

বঙ্গে বামফ্রন্টের সদস্য সংখ্যার হিসেবে রীতিমত ‘ভয়াবহ’, জানাচ্ছে পার্টিরই হিসেব

পশ্চিমবঙ্গে সিপিএম দলের সদস্য সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাওয়ার সাক্ষী আপামোর রাজ্যবাসী।  পশ্চিমবঙ্গ সহ সারা দেশের যে কয়েকটি রাজ্যে বাম শাসনের অস্তিত্ব ছিলো সেগুলিও লুপ্ত প্রায়। তবে এত কিছুর মধ্যেও বাম আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সম্প্রদায়ের বাম রাজনীতিতে অংশ গ্রহণের ধারা অব্যাহত রয়েছে। অর্থাৎ সব্দিক বিচার করে দেখা যাচ্ছে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে বাম আদর্শ স্পর্শ করলেও শ্রমজীবি অভিজ্ঞ মানুষজন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হায়দ্রাবাদে সদ্য অনুষ্ঠিত ২২ তম সিপিএম পার্টি কংগ্রেসে দলের বর্তমান সদস্য সংখ্যা নিয়ে একটি নজরকাড়া পরিসংখ্যান প্রকাশ্যে এলো। এই পরিসংখ্যান তালিকায় দেখা যাচ্ছে গত পার্টি কংগ্রেসের আগে অর্থাৎ ২০১৪ সালে সারা দেশে সিপিএমের সদস্য ছিল ১০ লক্ষ ৫৮ হাজার ৭৫০।  সেই সংখ্যা ২০১৭ সালে হ্রাস পেয়ে হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩১৫। কিন্তু ঐ একই সময়ে ছাত্র ফ্রন্ট ৪০ লক্ষ ৪৬ হাজার ৬৬০ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২ লক্ষ ৮ হাজার ১৮৪। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম দলের সদস্য সংখ্যা ২০১৪ সালে’র ২ লক্ষ ৭৪ হাজার ৪৭০ থেকে হ্রাস প্রাপ্ত হয়ে ২০১৭ সালে ঠেকেছে ১ লক্ষ ৯৫ হাজার ৯৫৭ এ। এই মাঝের বছরগুলিতে দল ত্যাগ করে অন্যদলে যোগদান হেতু ৭৯ হাজার জন সদস্য হ্রাস পেয়েছে। সেখানে দলের ছাত্র সংগঠনগুলি ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৯ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ২০০।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!