এখন পড়ছেন
হোম > রাজ্য > পশ্চিমবঙ্গের মুসলিমরা ‘বিপন্ন’, তাই চাই ‘পুলিশে চাকরির’ দাবি মুখ্যমন্ত্রীকে

পশ্চিমবঙ্গের মুসলিমরা ‘বিপন্ন’, তাই চাই ‘পুলিশে চাকরির’ দাবি মুখ্যমন্ত্রীকে

পশ্চিমবঙ্গের মুসলিমরা ‘বিপন্ন’, তাই চাই ‘পুলিশে চাকরি ‘   মুখ্যমন্ত্রীকে এমনি আর্জি জানিয়ে এদিন সরব হলেন বামপন্থী হিসাবে পরিচিত সাহিত্যিক আবুল বাশার। সম্প্রতি কলকাতায় বিদ্বজনেদের সহযোগিতায় আয়োজিত হয় একটি সম্প্রীতি মিছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মিছিলে বিদ্বজনদের মতভেদ ও দুই দলে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। জানা গেছে এই দুই দলের মধ্যে একটি শিবির রাজ্য সরকারপন্থী। এই সরকার ঘনিষ্ট দলের সম্প্রীতি সভায় এদিন সাহিত্যিক আবুল বাশার মুসলিম সংক্রান্ত দাবি তুলে বলেন, ”শুধু গ্রামবাংলার গরিব মুসলিমরা নন। সমাজের উচ্চ স্তরে বসবাসকারী মুসলিমরাও নানা ভাবে নির্যাতিত।” তিনি আরো বলেন, “এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও দিন দেখা হয়নি। দেখা হলে প্রথমেই বলব, আপনি মুসলিমদের পুলিশে চাকরি দিন।” তাঁর লেখাকে ঘিরে বহু হুঁশিয়ারি চিঠি তাঁর বাড়িতে যায়। মুসলিমদের এই নির্যাতিত হওয়ার বিষয়ে সাচার কমিটির রিপোর্টেও তিনি আক্ষেপ প্রকাশ করেছেন বলে জানা গেছে।এই নিয়ে যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!