এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল বিজেপি, চাপ বাড়ছে ২০১৯ এর জন্য

বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল বিজেপি, চাপ বাড়ছে ২০১৯ এর জন্য


অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির পর এবার গোর্খা জনমুক্তি মোর্চাও এনডিএ জোট সদস্য পদ প্রত্যাহার করলো। শনিবার মোর্চা নেতা এলএম লামা এনডিএ ছাড়ার কথা ঘোষণার পাশাপাশি কী কারণে এই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তা সংবাদমাধ্যম কে ব্যাখ্যা করে বললেন। এদিন লামা বললেন, ‘এর আগে বিজেপি বলেছিল, মোর্চা তাদের বন্ধু এবং এনডিএ জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, গোর্খাদের স্বপ্ন তাঁরও নিজস্ব স্বপ্ন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক বক্তব্যেই সব পরিষ্কার হয়ে গিয়েছে, যখন তিনি বলেছিলেন, মোর্চার সঙ্গে বিজেপির শুধু নির্বাচনী সহযোগিতা ছিল। কোনও সাধারণ রাজনৈতিক প্রস্তাবে তাঁরা চুক্তিবদ্ধ হননি। দিলীপ ঘোষের এই মন্তব্যেই বোঝা গিয়েছে বিজেপি কখনওই মোর্চার দাবিদাওয়া নিয়ে দায়িত্বশীল নয়’। এরপরে বিগত দুটি লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে বিজেপি কে তাচ্ছিল্যের সুরে লামা বললেন, “২০০৯ এবং ২০১৪ সালে বিজেপিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রটি একরকম উপহার দিয়েছিল মোর্চা”। লামার অভিযোগ দার্জিলিং-কে পশ্চিমবঙ্গে ঢোকার রাস্তা ভেবেছিল বিজেপি। এমনকি বিজেপির জন্যই পাহাড়ে আজ অশান্তি এবং অবিশ্বাসের আবহাওয়া ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!