এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাঙড়ের জমি রক্ষা কমিটির হাত ধরে পঞ্চায়েত নির্বাচনে খুলে যেতে চলেছে নতুন দিগন্ত

ভাঙড়ের জমি রক্ষা কমিটির হাত ধরে পঞ্চায়েত নির্বাচনে খুলে যেতে চলেছে নতুন দিগন্ত

ভাঙড়ের জমি রক্ষা কমিটির হাত ধরে পঞ্চায়েত নির্বাচনে খুলে যেতে চলেছে নতুন দিগন্ত। হাইকোর্টের যুগান্তকারী নির্দেশে এবারের পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের জমি রক্ষা কমিটিও অংশ নিচ্ছে । সোমবার জমিরক্ষা কমিটির তিন প্রার্থী সরাসরি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র পেশ করেছেন। এত কিছুর পরেও জমি রক্ষা কমিটির অভিযোগ তাঁদের বাকি প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করা হল না। প্রশাসন নিয়ম রক্ষার্থে তাদের বিডিও অফিসে নিয়ে গেলেও, সেখান থেকে তাঁদের মনোনয়নপত্র পেশ করতে দেওয়া হলো না এমনকি জমিরক্ষা কমিটি অভিযোগ করলো তাঁরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে বলে মারধর করে তাঁদের নথিপত্র কেড়ে নেওয়াও হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হাইকোর্টের এই নির্দেশজারিতে মনোনয়নপত্র পেশের ক্ষেত্রে এক নতুন পথের সন্ধান পাওয়া গেলো। যদিও মনে করা হচ্ছে আদালতের এই নির্দেশ ভবিষ্যতে বিরোধীদের তুরুপের তাস হয়ে উঠতে পারে। উল্লেখ্য জমি রক্ষা কমিটির তরফে আদালতে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র পেশে বাধা দেওয়ার কথা জানিয়ে অভিযোগ করা হয়েছিলো। আদালত এই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় কোনও ইচ্ছুক প্রার্থীকেই বঞ্চিত করা যাবে না। একই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টেরও । সেই নির্দেশ কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে। যদি কোনও বাধা আসে, তা দূর করতে হবে নির্বাচন কমিশনকেই। এই ফরমান অনুযাই জমিরক্ষা কমিটির তিন প্রার্থী সুলতান হোসেন মোল্লা, মহম্মদ আজিজুল মোল্লা ও চালেয়ারা বিবি মোল্লা নির্বাচন কমিশনে গিয়ে তাঁদের মনোনয়নপত্র পেশ করেন। আদালতের এই রায় দান কে অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের একাংশ। তারা বলছেন আদালতের এই রায়ের ফলে যেখানে বাধার মুখে পড়বেন প্রার্থীরা, তারা ভিন্নপথে মনোনয়ন দিয়ে পারবে। আর যেখানে দেশের কেন্দ্রীয় শাসক পরিচালক দল বিজেপি আদালতের রায় নিজেদের পক্ষে নিয়ে যেতে অসমর্থ হলো সেখানে জমিরক্ষা কমিটির পক্ষে রায় নিজেদের দিকে আসা নিঃস্নদেহেই প্রশংসার দাবি রাখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!