এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতের নির্দেশ তবুও পুলিশ নীরব দর্শক, ভাঙড় দেখে নিল আসল নিয়ন্ত্রক কে

আদালতের নির্দেশ তবুও পুলিশ নীরব দর্শক, ভাঙড় দেখে নিল আসল নিয়ন্ত্রক কে


সোমবার জমি জীবিকা বাবস্তুতন্ত্র রক্ষা কমিটি থেকে আদালতে জানানো হয়, পোলেরহাট-২ নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ১৬ জন মনোনয়ন পেশ করেছেন। কোনও বিরোধী প্রার্থী এখনও পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারেনি। বিডিও এবং এসডিও অফিস সশস্ত্র দুষ্কৃতীদের দখল করে বিরোধীদের ঢুকতে বাধা দিচ্ছে,এমনটাই অভিযোগ উঠেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই অভিযোগ শোনার পরই বিচারপতি সুব্রত তালুকদার আদালতে উপস্থিত কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্যকে ১০ মিনিট সময় দেন বাস্তব পরিস্থিতি জেনে আদালতকে জানাতে। সচিব আদালতে ফিরে এসে স্বীকার করে নেন যে সোমবার ১৬ টি মনোনয়ন ছাড়া নতুন কোনও মনোনয়ন জমা পড়েনি।
বিচারপতি কমিশনের রিপোর্ট শোনার পরই কমিশনকে জমি রক্ষা কমিটির ১১ জনের মনোনয়ন জমা দেওয়া সুনিশ্চিত করতে নির্দেশ দেন। আদালত কমিশনকে বলে, প্রয়োজনে এই ১১ জনের মনোনয়ন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা করবে কমিশন। একই সঙ্গে বিচারপতি জানান, অতিরিক্ত সময়ের বিষয়টি শুধু এই ১১ জনের ক্ষেত্রেই প্রযোজ্য।
কমিটির সদস্যরা আদালতের নির্দেশ পাওয়ার পরই আলিপুর জেলাশাসকের দফতরে পৌঁছন। অভিযোগ, জেলাশাসকের অফিস চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরে শাসক দলের সশস্ত্র কর্মী সমর্থকরা। “আমাদের ঘিরে ধরে অফিস থেকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। সমস্ত নথি ছিঁড়ে ফেলা হয়। দীর্ঘ ক্ষণ আটকে রাখে। পুলিসের সামনেই গোটা ঘটনা ঘটে, অথচ তারা ছিল দর্শক”- বলেন কমিটির নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। ছাড়া পাওয়ার পরই তাঁরা আলিপুর থানায় যান অভিযোগ দায়ের করতে। মঙ্গলবার গোটা বিষয়টি আদালতেও জানাবেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!