এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘বিনা যুদ্ধে গড় দখল’ – বীরভূমের পাশাপাশি বাঁকুড়াতে শুরু শাসকের বিজয় উৎসব

‘বিনা যুদ্ধে গড় দখল’ – বীরভূমের পাশাপাশি বাঁকুড়াতে শুরু শাসকের বিজয় উৎসব

‘বিনা যুদ্ধে গড় দখল’ – বীরভূমের পাশাপাশি বাঁকুড়াতে শুরু শাসকের বিজয় উৎসব। নির্বাচন যদিও শুরু হয়নি কিন্তু বাঁকুড়া ও বীরভূমে জেতার উৎসব শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল। জানা গেছে বীরভূম জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই আবার বাঁকুড়া জেলা পরিষদের ৪৬ টি আসনের মধ্যে ২৬ টিতে একই ঘটনা। বিষ্ণুপুরে ৬ টি পঞ্চায়েত আসনে ও বাঁকুড়ায় ৫ টি পঞ্চায়েত সমিতির আসনে কোনো ভোট হবে না বলে দাবি জানায় তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এরপরেই এই দুই জেলার তৃণমূল নেতা কর্মীরা জয়ের আনন্দে মিষ্টি দাবির নিয়ে উৎসব শুরু করে বলে খবর। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চরমে। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, ”এ যা হল তা ৩৪ বছরের সিপিএম জমানাতেও হয়নি।” বীরভূমের এক প্রশাসন সূত্রের কথায়, “মনোনয়নের শেষ দিনে রাজনগরের একটি আসন ছাড়া আর কোনও আসনে প্রার্থী-ই দিতে পারেনি বিরোধীরা। আর ব্লক-ভিত্তিক হিসেব বলছে, ১৯টি ব্লকের মধ্যে ভোট হবে শুধু মহম্মদবাজার, নলহাটি, রাজনগর এবং ময়ূরেশ্বর ১ ও ২-এ।” এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত জেলা কার্যালয়ের অফিস ঘেরাও করে রাখে রাজ্যের শাসকদল এমনকি এতে সায় দেয় পুলিশ প্রশাসন, আর তাই প্রাণের ভয়ে মনোনয়ন জমা দেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। মনোনয়ন জমা দেওয়া নিয়ে চরম হিংসার সম্মুখীন হয়েছে গোটা রাজ্যের বিরোধী প্রার্থীরা। ব্যতিক্রম বাঁকুড়া বা বীরভুমও নয়। এক প্রশাসন সূত্রের খবর এই হিংসার ঘটনা বাকুড়াতে ঘটেছে ২০ টি। এতে প্রাণ গেছে ১ জনের ও আহত হয় ২০ জন। আবার বীরভূমেও এই ঘটনা ঘটে ১১ টি যার জেরে আহত হয় অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!