এখন পড়ছেন
হোম > জাতীয় > এই বছরেই বিজেপি শীর্ষনেতৃত্ত্বে বড়সড় রদবদল? জল্পনা চরমে

এই বছরেই বিজেপি শীর্ষনেতৃত্ত্বে বড়সড় রদবদল? জল্পনা চরমে

পর পর উপনির্বাচনে হারার পর বিজেপি এবার সংগঠনে বদল আন্তে চাইছে। নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী বদল যথেষ্ট ঝক্কির কিন্তু বিধায়ক বদল করাই যায়। যদিও এই বিষয় আপত্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীরা। এদিকে কৈলাশ বিজয়বর্গীয়র বদলে নরেন্দ্র সিংহ তোমরকে সংগঠনে প্রতিস্থাপনের উদ্যেশ্যে গত কয়েক সপ্তাহ ধরে শিবরাজ সিংহ চৌহান ঘন ঘন দিল্লি আসছেন বলে খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুখ্যমন্ত্রী পদ থেকে আনন্দীবেনকে সরানোর পরেও গুজরাট জয় বিজেপির পক্ষে খুব সহজসাধ্য ছিল না। ঠিক তেমনই সত্ত্বর মুখ বদল না করলে রাজ্য হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছে আরএসএসের একাংশ। একটি সমীক্ষা অনুযায়ী রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের পঞ্চাশ শতাংশেরও বেশি জনগণ ফের কংগ্রেস সরকারকে চাইছে। দিল্লিতে কংগ্রেস নেতাদের কথায়, ”কর্নাটকে কংগ্রেস তো রাজ্য ধরে রাখবেই। এমনকী, বছর শেষে তিন রাজ্যও বিজেপির থেকে ছিনিয়ে নেবে দল। গুজরাত অল্পের জন্য হাতছাড়া হয়েছে। বাকিগুলি আর হবে না।” কর্ণাটক জয়ের পর রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে কংগ্রেস শক্তিশালী হয়ে উঠছে তাতে মধ্যপ্রদেশ ও রাজস্থান হারাবার আশঙ্কা প্রকাশ পাচ্ছে বিজেপির তরফে। আবার লোকসভা ভোটার আগে যদি রাহুলের নেতৃত্বে বিরোধী দলগুলি একজোট হয় তবে রাজ্যগুলি হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, এদিন সংগঠন বদলের বিষয় নিয়ে আলোচনা করতে অমিত শাহ বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সাথে বৈঠকেও বসেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!