এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির হামলা থেকে কোনোরকমে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা বলে অভিযোগ

বিজেপির হামলা থেকে কোনোরকমে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা বলে অভিযোগ

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শাসক শিবির ও বিরোধী শিবিরের কাজিয়া চলছে তুঙ্গে। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটলে একে অন্যকে অভিযুক্ত করছে। এদিন বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করতে বিষ্ণুপুর থানায় গিয়ে উপস্থিত হলো শিশু সুরক্ষা কমিশন। এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী’র থেকে জানা গেলো কিছু বিদ্যালয় পরিদর্শনের জন্যে শিশু সুরক্ষা কমিশনের একটি গাড়িতে বেলার দিকে কমিশনের সদস্য সৌমিত্র রায়, শাকিলা সুলতানা শামস ও ইন্দ্রাণী চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনা জেলায় সফর করছিলেন। সেই সময় ঐ গাড়ি সময় বাওয়ালি থেকে বাকড়াহাটের মোড় পেরোতেই তাঁদের গাড়ি ৩৫-৪০ জনের একটি দল গাড়ি ঘিরে দাঁড়ায়। তাঁদের পরণে ছিলো মাথায় ছিল গেরুয়া ফেট্টি, কপালে তিলক আর হাতে ছিল বিজেপির পতাকা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঐ লোকজন গাড়ি ঘিরে ফেলেই প্রথমে বাঁশ দিয়ে গাড়িতে টাঙানো কমিশনের বোর্ডও ভাঙার চেষ্টা করে। গাড়ির চালক সুযোগ মতন গাড়ি ঘুরিয়ে নেও্য়ার চেষ্টা করলে তাঁকে হেনস্থা করা হয়। এমনকি ঐসময়ে গাড়ির পিছনের অংশে বাঁশ দিয়ে এলো পাথারি আঘাত করা হয়। ঘটনায় আক্রান্ত কমিশনের সদস্য সৌমিত্রবাবু তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”কোনও রকমে বেঁচে ফিরেছি।” আক্রান্ত অন্য এক সদস্য সুলতানার বয়ান অনুয়ারী ”এ রাজ্যে এমনটা ভাবাই যায় না। এই অসহিষ্ণুতার অবসান ঘটুক।” কিন্তু
কমিশনের গাড়িতে আচমকা এমন আক্রমনের বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ প্রসঙ্গে অনন্যাদেবী বললেন রামনবমীতে শিশুদের হাতে অস্ত্র দিয়ে মিছিল করানোর জন্যে ইচ্ছুক বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ তাদের এই ইচ্ছে চরিতার্থ করতে শেষ অবধি মুচলেকা দিতে বাধ্য হয়। অনুমান করা যাচ্ছে তার জেরেই এই হামলা। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ-জেলার এক পুলিশকর্তা বললেন, ”অভিযোগ এসেছে। তদন্ত চলছে।” তবে অভিযুক্ত বিজেপি এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করে তা রাজ্যের শাসকদলের ওপরেই চাপিয়ে দিতে চাইছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিজেপির পশ্চিম মণ্ডলের সভাপতি অভিজিত্‍ দাস বললেন, ”শাসক দল নানা ধরনের নিন্দনীয় ঘটনা ঘটাচ্ছে। বিজেপির পতাকা হাতে গুন্ডামি করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!