এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারিভাবে এবার তৃণমূল বিরোধী যুদ্ধে মিলে গেল বিজেপি-বামফ্রন্ট

সরকারিভাবে এবার তৃণমূল বিরোধী যুদ্ধে মিলে গেল বিজেপি-বামফ্রন্ট

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা ইস্যুতে বিতর্কের অন্ত নেই। সম্প্রতি  বিজেপি মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে হাইকোর্টে ও সু্প্রিম কোর্টে মামলা করেছিল। হাইকোর্ট সেই মামলায় সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়ার পর, নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ফের প্রত্যাহার করে নেওয়ায় নতুন করে বিতর্ক দানা বাঁধে। তার পরিপ্রেক্ষিতে এবার সু্প্রিম কোর্টে মামলা করে বিজেপি। ঐ মামলায় পার্টি হতে চেয়ে এদিন সিপিএম দলের পক্ষ থেকে আবেদন করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই মামলার রায় ঘোষিত হলে জানা যায় সুপ্রিম কোর্ট অভিযোগকারী দুই রাজনৈতিক দলকেই হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। যদিও মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়, এটি নির্বাচন কমিশনের অধিকার। হাইকোর্ট সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। এতদিন শাসকদলের বিরুদ্ধে মনোনয়ন পেশ করতে বাধা দেওয়ার ঘটনায় একসঙ্গে  অভিযোগ তুলছিল বাম-বিজেপি। এবং আদালতে আইনী লড়াইএর সময়েও দুই দলকে একসাথে দেখা গেলো। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সর্বত্রই এই দুই দলকে একসাথে শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী লড়াইএ দেখা যাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই একসাথে লড়াই কোনো চুক্তিভিত্তিক না হলেও সময় সাপেক্ষ বলে মনে করা যেতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!