এখন পড়ছেন
হোম > জাতীয় > নজরে দলিত উন্নয়ন ও দলিত ভোট কাছে টানা, দেশজুড়ে বিশেষ পদক্ষেপ বিজেপির

নজরে দলিত উন্নয়ন ও দলিত ভোট কাছে টানা, দেশজুড়ে বিশেষ পদক্ষেপ বিজেপির


দেশের দলিত অসন্তোষ রোধ করে দলিত সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বাবাসাহেব অম্বেডকরের জন্মদিন থেকেই এই শুভ কাজের সূচনা করছে কেন্দ্রের নরেন্দ্রমোদী সরকার। এমনকি জানা গেছে সুপ্রিম কোর্ট থেকে দলিত আইনের সপক্ষে কোনো রায়দান না হলে সরকারের নিজস্ব উদ্যোগে দলিত মানুষের পশে দাঁড়াবে। দলিত মানুষদের জন্যে অনুমোদিত যে কোনো সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তীসগঢ়ের পিছিয়ে পড়া জেলায় গিয়ে ‘মোদী-কেয়ার’ প্রকল্পের প্রথম ধাপের সূচনা করবেন। এই প্রকল্পের জন্য চিকিৎসা খাতে পাঁচ লক্ষ টাকা অবধি অর্থ বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের আওতায় আছেন প্রায় ১১ কোটি গরিব পরিবার। এখন গরিব মানুষদের এই তালিকাভুক্ত করার কাজ কিছু বাকি রয়ে গেছে ও যেগুলি এদিন থেকে শুরু করা হবে বলে জানা গেছে। গতকাল রাতে দিল্লীতে অম্বেডকর স্মারক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দাবি করলেন কংগ্রেস শুধু বাবাসাহেবকে ঘৃণা আর উপেক্ষা করেছে, আর এখন দলিতকে ভোটব্যাঙ্ক হিসেবে দেখছে। নিজের ভাষণে এদিন প্রধানমন্ত্রী বললেন, ”গরিব আর পিছিয়ে পড়া ঘরে জন্ম বলে জানি, কত যন্ত্রণা শুনতে হয়। প্রধানমন্ত্রী হয়েও শুনেছি। কংগ্রেস ভাই-ভাইকে লড়িয়ে দেয়।” এদিকে মোদীর ভাষণ শুনে বিরোধীরা বললেন, অম্বেডকর কি প্রধানমন্ত্রীর একার? উল্লেখ্য উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশ যাদবের যৌথ উদ্যোগে অম্বেডকরের জন্মদিন পালিত হবে। আর কংগ্রেস সূত্রে জানা গিয়েছে অম্বেডকরের জন্মদিন তাঁরা সারা দেশজুড়ে পালন করবেন। প্রধানমন্ত্রী মোদী ২০১৯ তে লোকসভা সভা নির্বাচনে জয়লাভ করতে তাই কোনো উপায়েই দলিত ভোট হাতছাড়া করতে ইচ্ছুক নন। তাই যে কোনো উপায়েই তিনি দলিত সম্প্রীতি রক্ষার্থে বদ্ধ পরিকর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!