এখন পড়ছেন
হোম > রাজ্য > দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপিকর্মীর নাম মুখে না এনে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপিকর্মীর নাম মুখে না এনে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

উত্তর দিনাজপুরের ইটাহারে সোমবার চোপড়া থানার ধনিয়া বস্তি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন বিজেপি কর্মী মহম্মদ আমিরুল (২৫)। জানা গেছে ঐদিন ধনিয়া বস্তি পঞ্চায়েত সমিতির ২২ নম্বর আসনের বিজেপি প্রার্থী ইতি বেগমের বাড়িতে দলীয় বৈঠক চলছিলো।এর পরদিন দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু আশ্চর্যজনকভাবেই এদিন তাঁর মুখে নিহত বিজেপি কর্মীর কোনো উল্লেখ পাওয়া যায়নি। এদিনের জনসভায় দিলীপ বাবু কেবলমাত্র শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিরোধ গড়ার পরামর্শ দিলেন। তিনি মারের বদলের মারের নীতি বাতলালেন। তবে দিলীপ বাবুর , দলীয় কর্মীর হত্যায় কোনো মন্তব্য না করায় স্বাভাবিকভাবেই রাজনৈতিকমহলে প্রশ্ন উঠেছে। তবে ঐদিন দলীয় জনসভার পরবর্তীসময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বললেন, ”রাজ্যজুড়ে এই ঘটনা ঘটছে। মনোনয়নের সাত দিন আগে ১২০০ কর্মী আহতে হয়েছেন। পাঁচ জন কর্মীর মৃত্যু হয়েছে। অথচ পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করে বিজেপি কর্মী-সমর্থকদের গ্রেফতার করছে।” বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বললেন, ”পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে কোনও কর্মসূচি নেওয়া হয়নি। আদালতের রায়ে ভোটের দিন পিছলে আন্দোলনের কথা ভাবা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!