এখন পড়ছেন
হোম > রাজ্য > ভরসার উত্তর দিনাজপুরে ‘বুথ রক্ষক কমিটি’ করে পঞ্চায়েত জমিয়ে দিল বিজেপি

ভরসার উত্তর দিনাজপুরে ‘বুথ রক্ষক কমিটি’ করে পঞ্চায়েত জমিয়ে দিল বিজেপি

ভরসার উত্তর দিনাজপুরে ‘বুথ রক্ষক কমিটি’ করে পঞ্চায়েত জমিয়ে দিল বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলী সন্ত্রাস এড়াতে এবার বিজেপি শুরুকরলো বুথ রক্ষক কমিটি গঠন। এই বিষয়ে আলোচনা করতে এদিন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম উত্তর দিনাজপুরের ৯ টি ব্লকের নেতাদের নিয়ে রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডের জেলা কার্যালয়ে বৈঠকে বসেন। তাঁর দাবি, “গত তিন মাসে জেলার ১৪০০ বুথে বুথরক্ষক কমিটি গঠন করার কাজ শেষ হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বাকি ১৫০টি বুথে এক সপ্তাহের মধ্যে ওই কমিটি গঠনের কাজ শেষ করা হবে।” এদিন তিনি নির্দেশ দেন আগামী এক সপ্তাহের মধ্যে ১৫০০ টি বুথে এই কমিটি গঠনের কাজ শেষ করতে হবে এবং মনোনয়ন তোলার সময় তৃণমূল হামলা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। জানা গেছে জেলায় ৯৮ টি গ্রাম পঞ্চায়েতে ১৬৪৯ টি আসন, ৯ টি পঞ্চায়েত সমিতিতে ২৮৭ ও ২৬ টি জেলা পরিষদের আসন রয়েছে। নির্মলবাবুর দাবি, “এ দিন কালিয়াগঞ্জ ব্লকের ধনকল, অনন্তপুর, রাধিকাপুর, বোঁচাডাঙ্গা, বরুণা ও মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের ১১ জন বিজেপি কর্মী মনোনয়নপত্র তোলার জন্য কালিয়াগঞ্জের বিডিও অফিসে গিয়েছিলাম। তাঁদের মধ্যে একজন মহিলাও ছিলেন।” তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের কথায়, ”রাজ্য সরকারের ধারাবাহিক উন্নয়নের জোয়ারে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপির কোনও সংগঠন নেই। তাই আগাম পরাজয় বুঝতে পেরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!