এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের নির্বাচন নিয়ে বিরোধীদের মুখে হাসি ফুটিয়ে রায় দিলো হাইকোর্ট

রাজ্যের নির্বাচন নিয়ে বিরোধীদের মুখে হাসি ফুটিয়ে রায় দিলো হাইকোর্ট


বড় ধাক্কা খেলো রাজ্য নির্বাচন কমিশন।মনোনয়নপত্র পেশ করতে না পারা প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করতে দেওয়ার দাবিতে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। আজ দুপুরে সেই আপিলের শুনানি হলো। উল্লেখ্য গতকাল সুপ্রিম কোর্টে বিজেপির করা আবেদনের রায় দান হয়। সেখানে বিজেপি স্বাভাবিক নিয়মেই পরাজিত হয় । সোমবার কলকাতা হাইকোর্ট ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নের জমা দেওয়ার জন্য অতিরিক্ত দিন ধার্য করে। সেইমতো নির্বাচন কমিশন সোমবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে জানায় মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়া যাবে। কিন্তু রাতারাতি সেই নির্দেশিকা বাতিল করে আজ সকালেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় যে তা বাতিল করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিজেপির মামলায় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সকালের বিজ্ঞাপ্তির মনোনয়ন জমা দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো হাইকোর্ট।যেখানে অশান্তির অভিযোগ ছিল সেখানে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কথা বলেন।রাজ্য নির্বাচন অসীম ক্ষমতার অধিকারী। তাই তাদের উচিত যেন সব প্রার্থী ভোট লারার সুযোগ পায় তা দেখার আর তার ব্যাবস্থা করার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!