এখন পড়ছেন
হোম > জাতীয় > বিক্ষোভের চোটে জ্বালিয়ে দেওয়া হল স্বয়ং বিজেপি বিধায়কের বাড়ি

বিক্ষোভের চোটে জ্বালিয়ে দেওয়া হল স্বয়ং বিজেপি বিধায়কের বাড়ি

দলিত বিক্ষোভ নিয়ে ফের অশান্ত হলো রাজস্থান। এদিন রাজস্থানের কারাউলি জেলার হিন্দুয়ান শহরে প্রায় ৫০০০ লোক জড়ো হয়। জানা গেছে এদিন তারা বিক্ষোভ করতে করতে তফশিলি অধ্যুষিত এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের সাথে তাদের ধ্বস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয়। বিক্ষোভের সাথে সাথে পোড়ানো হয় অনেক দোকানপাঠ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এর জের হিসাবে ব্যবসায়ীরা পাল্টা উত্তর দিতে বিজেপির দলিত বিধায়ক রাজকুমার যাতভ ও কংগ্রেসের প্রাক্তন দলিত বিধায়ক ভারোসিলাল যাতভ- এর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে খবর। যদিও দুজন বিধায়কই জেলায় না থাকার কারণে কেউই আহত হন নি। জেলার পুলিশ সুপার অনিল খেয়ালের কথায়, “এই ঘটনায় মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।” বিক্ষোভ মিটলেও রাজস্থানের পরিস্থিতি এখনও থমথমে। এদিন রাত থেকে ছুরু ও গঙ্গাপুর শহরে কার্ফু জারি করা হয় বলে খবর। জানা গেছে পরিস্থিতি পুরোপুরিভাবে শান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!