এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার আটকাতে নজিরবিহীন পদক্ষেপ গেরুয়া শিবিরের

দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার আটকাতে নজিরবিহীন পদক্ষেপ গেরুয়া শিবিরের

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মানুষ নানা অস্বস্তিকর পরিস্থিতির সাক্ষী হয়ে রইলো। তারমধ্যে যেমন রয়েছে শাসকদল এবং বিরোধী দলের তরজা, তেমনি রাজ্য জুড়ে বিচ্ছিন্ন ভাবে হয়ে চলা  সন্ত্রাসের ঘটনা। এরই মধ্যে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগর-১ নম্বর ব্লকের পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের অলঙ্কারপুরের মানুষ এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলো। এদিন ঐ ব্লকে বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব তাদের দল মনোনীত প্রার্থীরা যাতে বিরোধী দলের চাপের মুখে পরে অথবা স্বেচ্ছায় নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার না করে তা রুখতে  ১০ জন প্রার্থীকে গীতা ছুঁইয়ে শপথবাক্য পাঠ করালেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন দলীয় কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের শপথবাক্য পাঠ করালেন রামনগরের বিজেপির ব্লক সভাপতি তপন মাইতি। তিনি বললেন, ”মনোনয়নের প্রথম দিন থেকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রার্থীরা ভয় পেয়েছে। আর ভরসা করাই যাচ্ছে না। প্রতিদিনই হুমকির পাশাপাশি টাকার টোপ দেওয়া হচ্ছে। তাই কেউ কোনও কিছুর কাছে যাতে মাথা নত না করেন এবং মনোনয়ন প্রত্যাহার না করেন, তাই এই ব্যবস্থা।” কেবলমাত্র  পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদেরই নয় জানা গেলও রামনগর-১ নম্বর ব্লকের প্রত্যেক বিজেপি প্রার্থীকে গীতা ছুঁইয়ে শপথবাক্য পাঠ করানোর ও পরিকল্পনা রয়েছে দলের। এই প্রসঙ্গে পুর্ব মেদিনীপুর জেলা তৃণমুলের সহ সভাপতি সেখ সুফিয়ান বললেন, ”বিজেপি রাজনীতি করে ধর্মের উপরে ভিত্তি করে। আর সেই কারণেই ধর্মের ভয় দেখিয়ে ভোটযুদ্ধ পার হতে চাইছে তারা।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!