এখন পড়ছেন
হোম > রাজ্য > আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নীতি কি? জানালেন সভাপতি

আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নীতি কি? জানালেন সভাপতি


সামনের পঞ্চায়েত নির্বাচন জিততে মারিয়া সব দল.সবাই তাদের নীতি ঠিক করে ফেলেছে। শাসকদল বলছে তাদের নীতি হলো পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য করা।পিছিয়ে নেই বিজেপিও আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নীতি কি? জানালেন বিজেপি -র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি অহিন্দ্রনাথ বসু।এদিন তিনি জানান যে “বিভিন্ন জায়গায় তৃণমূল যেভাবে সন্ত্রাস করছে তাতে এটা প্রমাণ হয় যে আগামী পঞ্চায়েত ভোটেও তৃণমূল সন্ত্রাস করবে। তবে এবার ওরা মার দিলে আমরাও পালটা মার দেব। আর আমরা এখন সেই কারণে শক্তি সঞ্চয় করছি। প্রশাসনকে আমরা জানাবো কিন্তু তাতেও কাজ না হলে আমরা পালটা মার দেব।যদি দেখা যায় বর্তমান রাজনীতিতে কংগ্রেসের অস্তিত্ব নেই, সিপিআইএম ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।তাই দেখতে গেলে লড়াইয়ের ময়দানে একমাত্র আমরাই আছি। আর তাই এবার আমাদের মারলে আমরাও পালটা মার দেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!