এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক, অভিযোগ ‘হাইজ্যাকের’

বিজেপির রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক, অভিযোগ ‘হাইজ্যাকের’

রামনবমীর উদ্যেশ্যে আলিপুরদুয়ারের ২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি ময়দান থেকে মিছিলের জন্য জড়ো হয় বিজেপি নেতা-কর্মীগণ। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী তাঁর দলবল সমেত এই মিছিল দখল করেন বলে খবর। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল মাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করলো বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি তৃণমূলের এমন যৌথ মিছিলে অবাক হয় শহরবাসীও। বিষয়টিতে সৌরভবাবু জানিয়েছেন, ”রামনবমী বিজেপিকে দেখে শেখার কী রয়েছে? কে বিজেপি? বিজেপি কী করছে তা তাদের ব্যাক্তিগত বিষয়। এটা মানুষের মিছিল। আমরা যেমন দুর্গাপুজো করি তেমনই রামেরও পুজো করি।” এদিকে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি অমিতাভ নিয়োগীর কথায়, ”সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তৃণমূল এসেছে।” এদিন তৃণমূলের নাম না করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায় বলেন, ”বিজেপি প্রতি বছরেই রামনবমী পালন করে। এবার ওদের সুমতি হয়েছে তাই ওঁরা আমাদের সঙ্গে হাঁটলেন।” বিষয়টিকে অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘রামই মিলিয়ে দিলেন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!