এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির ‘চাপে’ রাম-রাজনীতির পথ ছেড়ে উন্নয়নের প্রচার হোক, দাবি তৃণমূলের অন্দরেই

বিজেপির ‘চাপে’ রাম-রাজনীতির পথ ছেড়ে উন্নয়নের প্রচার হোক, দাবি তৃণমূলের অন্দরেই

তৃণমূলের রামনবমী মিছিলে নামার ফলে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী প্রভৃতি প্রকল্পগুলি গুরুত্ব হারাচ্ছে বলে মনে করছে দলের একাংশ। বিজেপি রাম- রাজনীতিতে মাঠে নামার পরই তৃণমূলকে টেনে মাঠে নামিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিন দক্ষিণবঙ্গের এক তৃণমূল নেতা বলেন, ”সব ধর্মের মানুষের আবেগ, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সে কথা মাথায় রেখেই দল পথে নেমেছে।” রামনবমী প্রসঙ্গে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”তৃণমূল সর্বধর্মের কথা বলে। তা নিয়ে রাজনীতি করে না। তা ছাড়া রামনবমীর কর্মসূচি কারও একার হতে পারে না।” এদিন তিনি আরো বলেন, ”সরকারের দু’টাকা কেজি চাল বিলি, বিনা খরচে শিক্ষা, চিকিত্‍সা, কন্যাশ্রী, সবুজসাথীর মতো জনমুখী প্রকল্পই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক লড়াই হবে সে সবের ভিত্তিতেই। সতর্ক থাকতে হবে।” এখন প্রশ্ন এতদিন রামনবমী মহোৎসবের মতো করে পালন করে নি তৃণমূল। তবে কি রাজনীতি ‘ধর্মীয় শিকার’ হয়ে উঠছে। পঞ্চায়েত ভোটের আগে ধর্মীয় অশান্তি চিন্তার ভাঁজ ফেলেছে দলীয় নেতৃত্বের কপালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!