এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রামে বাড়ছে বিজেপি, বিদ্যুৎ কেটে-জল বন্ধ করে ‘শাস্তি’ শাসকদলের বলে অভিযোগ

গ্রামে বাড়ছে বিজেপি, বিদ্যুৎ কেটে-জল বন্ধ করে ‘শাস্তি’ শাসকদলের বলে অভিযোগ


খড়গপুর-১ ব্লকের খেলাড় গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরপুর গ্রামে বিজেপির শক্তি বাড়ছে।এলাকায় ৬০ টি পরিবারের অর্ধেকই বিজেপির সমর্থক।তাতেই আবহাওয়া গরম হয়েছে শাসকশিবিরে।এমনটাই বলছে স্থানীয় সূত্রের খবর।রবিবার শাসকদলের সঙ্গে বিজেপির সংঘর্ষ হয়। তারপরের দিন ঘটে যায় এক তুলকালাম কান্ড। সপ্তাহের প্রথমদিন নলকূপে জল নিতে গিয়ে এই গরমে গ্রামবাসীদের মাথায় হাত! গভীর নলকূপেরর বিদ্যুৎ এর তার,সুইচ বোর্ড উধাও। সুইচবোর্ড-সহ পাম্প পঞ্চায়েত সদস্য তৃণমূলপ্রার্থী শম্ভু হেমব্রম তাঁর বাড়িতে নিয়ে গেছেন।সেখানে তিনি নিজের দলের কয়েকজনকে ডেকে ডেকে জল দিচ্ছেন।বাকিদের দিচ্ছেন না।এমনটাই জানান স্থানীয় বাসিন্দা যশোদা সরেন,যমুনা ঘোরাইরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হন ওখানকার সাধারণ মানুষ।তাদের পাশে দাঁড়ান এলাকারর বিজেপি প্রার্থী সুশান্ত ঘোরাই।তিনি বলেন,” এই এলাকায় যেহেতু আমাদের শক্তি বেশি তাই বিজেপি সমর্থিত পরিবারকেকে জব্দ করতে তৃণমূল রাতের অন্ধকারে গভীর নলকূপের পাম্পের সংযোগ কেটে দিয়েছে।”শম্ভু বাবু আবার একথার বিপ্রতীপে আওয়াজ তুলে জানান যে এলাকায় হুকিং করে পাম্প চলছিল তাই সংযোগ কেটে দিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।এর পাশাপাশি আশ্বাসও দেন বৈধ সংযোগ দেওয়ার ব্যাপারে।শম্ভুবাবুর মতোই তৃণমূলের জেলা সভাপতি দলের দিকে সুর টেনে জানিয়েছেন,” নির্বাচনের আগে বাজার গরম করতে বিজেপি মিথ্য কথা বলছে।ভোট মিটলেউ সব ঠান্ডা হয়ে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!