এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ভিতরে একটা বিস্ফোরণ ঘটাতে পারে, তাই তাড়াহুড়ো – দাবি বিজেপির

তৃণমূলের ভিতরে একটা বিস্ফোরণ ঘটাতে পারে, তাই তাড়াহুড়ো – দাবি বিজেপির

পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা অগাষ্ট পর্যন্ত থাকলেও রাজ্যসরকারের তাড়াহুড়ো করা নিয়ে বিজেপির পক্ষ থেকে উঠছে প্রশ্ন।তারা সন্দেহ প্রকাশ করছেন এই তড়িঘড়ির পেছনে নিশ্চয়ই তৃণমূলসরকারের কোনো লাভ আছে।এই প্রসঙ্গে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন তৃণমূল কংগ্রেসের অভ্যান্তরিন ভাঙন এর কথা আর লুকিয়ে নেই।দলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেচে যে তারা সেটা রোধ করতে নির্বাচন প্রক্রিয়া জলদি মেটাতে চাইছে।তাঁর কথায়,”বিদ্রোহ তৃণমূলের ভিতরে একটা বিষ্ফোরণ ঘটাতে পারে।তাড়াহুড়ো করে এই নির্বাচনের একটাই কাটণ,দলের মধ্যে যেন বিদ্রোহ ছড়িয়ে না পড়ে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই দেখা গেছে শাসকদলের বহু ‘অসন্তুষ্ট’ প্রার্থী তাদের দল ছেড়ে গেরুয়াশিবিরে এসেছে।তাঁরা এখন মুকুল রায়ের নেতৃত্বে ভোটপ্রস্তুতিতে ব্যস্ত।এ প্রসঙ্গে সরব রাহুল সিনহা।তাঁর কথা থেকে জানা যায় তৃণমূল এতো তাড়াহুড়োর পরও শেষে মনোনয়ন জমা দিয়েছে কারণ তাঁরা ভয় পাচ্ছে তাঁদের দলের লোক অন্য দলে চলে যাবে।এছাড়াও তিনি বলেছেন,” যদি মস্তানদের দাপট এই নির্বাচন পর্বপ না থাকত,তাহলে নির্বাচন আটকাতো না।আদালতে নির্বাচন আটকানোর পিছনে সব থেকে বড় কারণ বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি।এখন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরিবেশ নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!