এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু-গড়ে হেভিওয়েট বিজেপি মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগে প্রতিবাদ মিছিল

শুভেন্দু-গড়ে হেভিওয়েট বিজেপি মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগে প্রতিবাদ মিছিল


রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হিংসা ও সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষের জীবন কম বেশি বিপর্যস্ত। রাজনৈতিক দল গুলির মধ্যে নিত্যদিনের কলহ তো লেগেই রয়েছে। এদিন শাসকদলের বিরুদ্ধে হিংসা ও সন্ত্রাসের অভিযোগ এনে তার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করে শহর পরিক্রমা করলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মিছিলে উপস্থিত ছিলেন  বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ, যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী উজ্জ্বলা সাহা, বিজেপি জেলা সম্পাদক অরূপ দাস, সংখ‍্যালঘু মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা কমিটির সদস্য শিবু পানিগ্রাহী সহ যুব ও মহিলা মোর্চার জেলা ও মন্ডলের কার্যকর্তা ও কর্মীসমর্থক সহ এলাকার স্থানীয় মানুষজন। মহিলা মোর্চার সভানেত্রী উজ্জ্বলা সাহা রাজ্যের বর্তমান অশান্ত অপরিস্থিতির কথা উল্লেখ করে বললেন, ”ধিক্কার এই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে। সোমবার মন্ত্রীকে পুলিশের সামনে রাজ্য নেত্রী তথা পিংলার জেলা পরিষদের প্রার্থী অন্তরা ভট্টাচার্যকে যেভাবে মারধর করল তা কল্পনা করা যায় না।একজন মহিলাকে কিছু পুরুষ মারলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দর্শকের ভূমিকা নিল। সারা রাজ্যে তো আমরা দেখতেই পেলাম কিভাবে গুন্ডাগিরি দেখাল। তাই বিক্ষোভ মিছিল করে জেলা শাসককের দফতরের সামনে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পোড়ালাম।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!