এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ঘাটালে বিজেপির ‘ডেরা’ থেকে উদ্ধার অস্ত্র, বাড়ছে উত্তেজনা

ঘাটালে বিজেপির ‘ডেরা’ থেকে উদ্ধার অস্ত্র, বাড়ছে উত্তেজনা

পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তি,হিংসা সন্ত্রাসের অভিযোগ এতদিন করছিলো শাসকদলের উপর। এবার বিজেপি শিবিরের উপর পাল্টা সন্ত্রাসের অভিযোগ তুললো শাসকদল।এদিন তৃণমূল বিধায়ক শঙ্কর দেলাই সরাসরি বিজেপিকে বিঁধে বললেন,-” ঘাটালে অশান্তি করার জন্য বিজেপি অস্ত্র মজুত করেছিল।আমরা চাই দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয়।শান্তিপ্রিয় ঘাটালকে অশান্ত করতে চাইছে বিজেপি।আমরা কোনভাবেই তা করতে দেবো না।” কেন তৃণমূলনেতার এই বাক্যবাণ!!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আসুন দেখে নেওয়া যাক্ কী এমন হল?
সূত্রের খবর,ঘাটালের একটি লজ ভাড়া করে সেখানে থাকছিলেন বিজেপি প্রার্থীরা।ওই লজেই সাধারণত তারা থাকেন।শনিবার সকালে দলবেঁধে মহাকুমা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিতে চান।গোপনে সূত্রে অস্ত্র মজুতের খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ওই লজে তল্লাশি চালিয়ে উদ্ধার করে তীর ধনুক।লজের মালিককে আটক করে পুলিশ।ঘাটালের স্থানীয় ৩০ জন আধিবাসীকে জেরা করার জন্যে থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মা মাটি মানুষ বাহিনী দোষীদের শাস্তির দাবীতে মিছিল করে স্থানে স্থানে।ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি সমিতকুমার দাস বলেছেন, ”আমরা লজ ভাড়া নিয়েছিলাম মনোনয়নপত্র জমা দেওয়া জন্য। সেখানে কর্মী ও প্রার্থীদের থাকার ব্যবস্থা করেছিলাম। আমাদের কোনও কর্মী তীরধনুক নিয়ে আসেনি। অন্য কেউ এনেছে। এর সঙ্গে দল জড়িত নয়। বিজেপির পরিচ্ছন্ন ইমেজকে নষ্ট করতে এই ঘটনাগুলি সাজানো হচ্ছে।”এদিকে ঘাটালের এসডিপিও কল্যাণ সরকার বলেছেন, ”আমরা তল্লাশি করে অস্ত্রশস্ত্র পেয়েছি। লজের মালিককে এবং যারা সেখানে ছিল তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!