এখন পড়ছেন
হোম > জাতীয় > বেফাঁস মন্তব্য করে বিজেপির অস্বস্তি বাড়ালেন খোদ সভাপতি

বেফাঁস মন্তব্য করে বিজেপির অস্বস্তি বাড়ালেন খোদ সভাপতি

বেফাঁস বলে দলের অস্বস্তি বাড়ান খোদ বিজেপি সভাপতি অমিত শাহ।আগামী ১২ মে বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে কর্নাটকের ভোটে লড়তে যাচ্ছে বিজেপি।আর এদিন বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, ‘কর্ণাটকে ‌যদি কখনও দুর্নীতিপরায়ণ সরকারের প্রতি‌যোগিতা হয় তাহলে সেখানে সবার প্রথমে থাকবে ইয়েদুরাপ্পা সরকার।’ বিজেপি সভাপতির কথা শুনে তখন পাশে বসে থাকা ইয়েদুরাপ্পার মুখ থমথমে হয়ে যায় পশে বসা বিজেপি নেতারাও ঘোরতর অস্বস্তিতে পরে যান। পরে অবশ্য সভা পতি নিজেকে শুধরে নিয়ে বলেন,ইয়েদুরাপ্পা নন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বলতে চেয়েছেন কর্নাটকে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা।কিন্তু ওই মন্তব্যের পরই কংগ্রেস সভাপতি ট্যুইট করেন, ‘বিজেপি তার গোপন তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে। অমিত শাহ নিজের মুখেই বলেছেন, ইয়েদুরাপ্পা সরকার দেশের সবচেয়ে দুর্নীতিপারায়ণ সরকার।’ অন্যদিকে কর্ণাটক কংগ্রেসের নেতা দিব্যা সান্ধানা ট্যুইট করেন, ‘কে জানত অমিত শাহের মুখ থেকেই সত্যিটা বেরিয়ে পড়বে!’ কর্ণাটক কংগ্রেসও এই নিয়ে বলেন যে, ‘সত্যি কখনও চাপা থাকে না। অমিত শাহও এখন স্বীকার করছেন, ইয়েদুরাপ্পা সরকারই ছিল সবচেয়ে দুর্নীতিপারয়ণ। প্রসঙ্গত,২০১১ সালে কর্নাটকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিল ইয়েদুরাপ্পা।কিন্তু রাজ্যে একটি খনি দুর্নীতিতে তিনি ৪০ কোটি টাকা ঘুষ নিয়েছেন এই অভিযোগ ওঠায় প্রমাণ না হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি। এখন তাই কংগ্রেস সেই প্রসঙ্গ টেনে বলছে যে মুখ ফস্কে হলেও আমিত শাহ যা বলেছেন, ঠিকই বলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!