এখন পড়ছেন
হোম > রাজ্য > লড়াই করার নতুন পদ্ধতি বের করে বামেদের সাথে জোর লড়াই-এ বিজেপি নেতার

লড়াই করার নতুন পদ্ধতি বের করে বামেদের সাথে জোর লড়াই-এ বিজেপি নেতার

বিজেপি নেতা দীপ্তিমান সেন গুপ্ত এবার অভিনব পদ্ধাতিতে বামেদের সাথে লাড়ায়ে নামলেন। না মাঠে নয় এই লড়াই ফেসবুকে। এদিন দীপ্তিমান সেন গুপ্ত নিজের ফেসবুক ওয়ালে একটি ছড়া লেখেন। আর তার পরেই জমে ওঠে তর্ক বিতর্ক। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।আর তার পর একে একে কমেন্ট ভেসে আছে। আর সেখানেই নতুনত্ত্ব। এদিন দীপ্তিমানবাবু লেখেন ,
‘‘লালুর ছেলে বলছে নাকি – বিহার দেবে ইট.
অনুব্রত বলছে এবার – রামনবমীই হিট
মন্দিরেতে যাচ্ছে এখন – পাপপু থেকে বাম
একেই বলে রাম রাজত্ব- সবাই জয় শ্রী রাম৷’’
এর পরেই এক বাম সমর্থকের পালটা,
“জোর করে চাইলে হাসাতে কবিতা হবে জোকস,
কলম বরাবরই সেক্যুলার থেকেছে৷
রবি-নজরুল তার প্রমাণ এঁকেছে৷

ফের পাল্টা দিয়েছেন দীপ্তিমানবাবু। তিনি লেখেন –

“কলমের যদি থাকতোই জাত কোরান কেই বা লিখত?
গীতা কিংবা বাইবেল থেকে কে কতটুকু শিখতো?
বিদ্রোহী কবি কাজীর ব্যাটা মহেশের লিখেছে পৈতা।
সেকুলাররাই বলুন আজকে ঐ ভারত টা কৈ তা?”

এই সব নিয়েই জমে উঠেছে ফেসবুক যুদ্ধ। এই নিয়ে অবশ্য অনেকে সাধুবাদ জানিয়েছেন। তাছাড়া ওই বিজেপি নেতার ও দাবি তিনি ও ব্যাপারটিতে যথেষ্ট উপভোগ করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!