এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির পার্টি অফিস পোড়া নিয়ে রাজ্যের মন্ত্রীর মন্তব্যেই বিতর্কের ঝড়

বিজেপির পার্টি অফিস পোড়া নিয়ে রাজ্যের মন্ত্রীর মন্তব্যেই বিতর্কের ঝড়

পুড়ছে বিজেপির পার্টি অফিস আর এদিকে তৃণমূল নেতা তৃনমূল নেতা তথা পর্যটন মন্ত্রী গৌতমদেব দাবি করেছেন রাজ্যে “গণতন্ত্রের আনন্দযজ্ঞ” চলছে।আর এই মন্তব্যের জেরেই শুরু হয়েছে বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের প্রায় সর্বত্রই হিংসার আগুন ছড়িয়েছে ,বাদ যায়নি মালবাজারও।এদিন টুনাবাড়িতে মনোনয়ন জমা দেবার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে এছাড়া বিজেপির অস্থায়ী অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূলের আশ্রিত। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়।আর এই নিয়েই তৃনমূল নেতা তথা পর্যটন মন্ত্রী গৌতমদেব দাবি করেছেন রাজ্যে গণতন্ত্রের আনন্দযজ্ঞ চলছে।মালবাজার কান্ডে তাদের হাত নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওদিকে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপিকর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিল পুলিশবাহিনী র সঙ্গে RAF ও নামানো হয় রাস্তায়।মালবাজারে উক্ত ঘটনার প্রেক্ষিতে গৌতমবাবু বক্তব্য পরিস্থিতি প্রতিকূল করতে বিরোধীরা অযথা সন্ত্রাসের সৃষ্টি করছেন।সবাই যাতে মনোনয়ন পত্র জমা দিতে পারেন সেই চেষ্টাই করছেন তারা।তাদের ইচ্ছে গণতন্ত্রের আনন্দযজ্ঞে সবাই অংশগ্রহণ করুক।মানুষের জয় নিশ্চিত হবে।তিনি আরো জানান মালবাজরের কোনো স্থানেই তৃণমূল আটকে রাখিনি।কোনো জায়গায় কোনো চাঞ্চল্যকর কিছু হলে তার জন্যে পুলিশি ব্যবস্থা আছে।বিরোধীদের প্রার্থী তো নিশ্চয়ই তৃণমূল খুঁজে দেবে না বলেই ক্যালক্ষ করেন তিনি ।পাশাপাশি তিনি আরো জানান যে নির্বাচন কমিশন স্বতন্ত্র।তৃণমূল সেটা পরিচালানা করেনা।সব প্রার্থী যাতে স্বাধীন মতো মনোনয়নপত্র জমা দিতে পারে সেটা দেখার দায়িত্ব তার উপর বর্তায়।কিন্তু তাঁর “গণতন্ত্রের আনন্দযজ্ঞ” কথাতে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের অফিস পুড়ছে আর তাতে মন্ত্রী হয়ে এই কথা বলা ঠিক নয় বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!