এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন উদ্যোগে হিন্দু-সংখ্যালঘু ভোটকে কাছে টেনে বিজেপি-তৃণমূলকে টেক্কা কংগ্রেসের

নতুন উদ্যোগে হিন্দু-সংখ্যালঘু ভোটকে কাছে টেনে বিজেপি-তৃণমূলকে টেক্কা কংগ্রেসের

গোটা রাজ্য জুড়ে যখন বিরোধী গেরুয়া শিবির আর শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন্দল তুঙ্গে ঠিক সেইসময় এই লড়াইতে নাম লেখালো জাতীয় কংগ্রেস। উল্লেখ্য গত ২৫ মার্চ হাজরা মোড়ে রাম-রহিমকে নিয়েই বিশেষ কর্মসূচি পালন করেছেন কংগ্রেসের ছাত্র-যুবরা। তবে এবার বৃহত্তরভাবেই কর্মসূচী নেওয়া হয়েছে তৃণমূল ও বিজেপিকে থামাতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন ছাত্র পরিষদের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বললেন, ”আমরা সাম্প্রদায়িকতার তাস খেলি না। যেভাবে রামকে সামনে রেখে তৃণমূল ও বিজেপি রাজ্যে সাম্প্রদায়িকতা আমদানি করতে চাইছে, তা রুখতেই এই কর্মসূচি।রাজ্যের শান্তির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এপ্রিলের গোড়া থেকে আমরা রাজ্যর প্রতিটি এলাকায় গীতা, কোরান বিলি করব। বার্তা দেওয়া হবে, ধর্ম কখনও হিংসার হাতিয়ার হতে পারে না, ধর্ম শান্তির প্রতীক। হিন্দু, মুসলিম কিংবা খ্রীষ্টান, সবার উপরে তো একটাই ধর্ম, মানব ধর্ম। ‘ঈশ্বর আল্লা তেরে নাম সবকো সম্মতি দে ভগবান’, গান্ধীজির এই বাণীকে স্লোগান করেই আমরা রাস্তায় নামব।” কংগ্রেসের ছাত্র সংগঠনের এ হেন উদ্যোগে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে জনসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে এটা কংগ্রেসের নতুন রাজনৈতিক রণনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!