এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বোলপুরে খোলা অস্ত্র মিছিল মেনে নিয়েও আজব ব্যাখ্যা অনুব্রত মন্ডলের

বোলপুরে খোলা অস্ত্র মিছিল মেনে নিয়েও আজব ব্যাখ্যা অনুব্রত মন্ডলের


বোলপুরে খোলা অস্ত্র মিছিল মেনে নিয়েও আজব ব্যাখ্যা অনুব্রত মন্ডলের। এদিন বেলা ১০ তা নাগাদ বোলপুরের মহকুমা শাসকের অফিসের সামনে প্রায় ৫০-৬০ টি মোটরবাইক সাথে টাঙ্গি, তলোয়ার ও ২-৩ জন তৃণমূলের ঝান্ডা নিয়ে উপস্থিত হয়। বীরভূমের জেলা পরিষদীয় স্তরে ৪২ টি আসনের মধ্যে ৪১ টিতে এবং পঞ্চায়েত সমিতি স্তরে ১৯ টি আসনের মধ্যে ১৪ টিতে নির্বাচনই হবে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাও এত দৌড়াত্বের কারণ জানতে চাওয়া হলে এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ব্যাখ্যা দেন, ”ওরা সব গ্রামের মানুষ। গ্রামে তো অস্ত্রে শান দেওয়ার মেশিন নেই। তাই বোলপুরে শান দিতে এনেছিল।” গোটা মুর্শিদাবাদ জুড়ে মনোনয়ন জমা দেওয়া নিয়ে স্বসস্ত্রভাবে হামলা চলে। বিরোধীদল যাতে না কোনোভাবে মনোনয়নের কাগজ জমা দিতে পারে তাই  একদল সকাল থেকে লম্বা লাইনে দাঁড়ায় এবং আরেক দল পাহারায় থাকে এদিন। এরপর বেলা ১০.৩০ নাগাদ যখন মনোনয়ন জমা নেওয়া বন্ধ হয়ে যাওয়ার খবর আসে তখনই শুরু হয়ে যায় বিরিয়ানি উৎসব। লাইন থেকে বেরিয়ে তারা সাততাড়াতাড়ি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে আসে। জিয়াগঞ্জের এক টিএমসিপি নেতা প্রায় সাড়ে তিনশো লোক নিয়ে এই উৎসবে সামিল হয় বলে জানা গেছে। এমনকি মাংস ভাতের দাবি মেটাতে তৃণমূলের অফিসে এক ডজন খাসিও এনে রাখা ছিল। পরে অবশ্য তাড়াহুড়োতে ডিম ভাত দিয়েই নেতারা এই দাবির ইস্তফা টানেন বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!