এখন পড়ছেন
হোম > রাজ্য > বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘ব্যবহার’ করছেন মমতা ব্যানার্জি, বিস্ফোরক দাবি বামফ্রন্টের

বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘ব্যবহার’ করছেন মমতা ব্যানার্জি, বিস্ফোরক দাবি বামফ্রন্টের


বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘ব্যবহার’ করছেন মমতা ব্যানার্জি, বিস্ফোরক দাবি বামফ্রন্টের। একদিকে মনোনয়ন জমা দেওয়া নিয়ে সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল কর্মীদের হাতে সিপিএম আক্রান্ত হচ্ছে তখন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য রক্ষার্থে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি যাচ্ছেন। যেদিন মুখ্যমন্ত্রী অসুস্থ বুদ্ধদেব বাবুকে দেখতে তাঁর ৫৯, এ পাম এভিনিউয়ের বাড়িতে যান সেদিনই বীরভূমের নলহাটিতে মনোনয়ন জমা দেওয়ার জেরে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রামচন্দ্র ডোম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একইভাবে আক্রান্ত হন সিপিএমের প্রকট সাংসদ বাসুদেব আচারিয়া ও সুজন চক্রবর্তীর মতো নেতারা। সব জেনেও বুদ্ধদেব বাবু নীরব আর এই বিষয়টিকে সহজ ভাবে নিচ্ছেন না সিপিএম নেতা কর্মীরা। এদিন এই প্রসঙ্গে সিপিএমের এক কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”…উনি আপনাকে ব্যবহার করছেন। পার্টির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনার সৌজন্য।” এদিন বর্ধমানের এক সিপিএম নেতা বলেন, ”আশা করেছিলাম বুদ্ধবাবু রাজ্যের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন। নিদেনপক্ষে একটা বিবৃতি দেবেন।” সিপিএমের রাজ্য কমিটির এক নেতার কথায়, ”উনি খুব নরম মনের মানুষ হলেও একবার যা ঠিক করেন তা থেকে ওঁকে নড়ানো খুব শক্ত। মুখ্যমন্ত্রী বাড়িতে এলে তাঁর সঙ্গে দেখা করাটাই দস্তুর। তবে দুই রাজনৈতিকের কথার ফাঁকে রাজ্যের অবস্থা নিয়ে আলোচনা হতেই পারে। উনি হয়তো মুখ্যমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু মানুষটি যেহেতু বুদ্ধবাবু, তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা কে করবে?” এদিন সিপিএমের রাজ্য কমিটির আরো এক নেতা মন্তব্য করেন, ”হয়তো পঞ্চায়েত ভোটের আগেও বিবৃতি দেবেন। কিন্তু এ কথা কে তাঁকে বলবেন!” বুদ্ধবাবুর নীরবতা নিয়ে সরাসরি কোনো সিপিএম নেতা প্রকাশ্যে কিছু না বললেও এই বিষয় নিয়ে সিপিএমের অন্দরে যে শোরগোল শুরু হয়েছে তা প্রকাশ্যে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!