এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার আবিষ্কৃত হতে চলেছে ক্যান্সারের প্রতিষেধক, উত্তেজনা বৈজ্ঞানিক মহলে

এবার আবিষ্কৃত হতে চলেছে ক্যান্সারের প্রতিষেধক, উত্তেজনা বৈজ্ঞানিক মহলে


যেই মরণ রোগের নামে প্রায় সারাবিশ্ব ভীত হয়ে আছে সেই ক্যান্সার বা কর্কট রোগেরই ওষুধ তৈরির গবেষণায় একটা বড় সাফল্য এইবার মিলেছে বলে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবী করেছেন বলে জানাচ্ছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। বিজ্ঞানীদের আবিষ্কৃত ‘ইমিউন থেরাপি’, পদ্ধতিতে বর্তমানে না হলেও ২০১৮ তে পাকাপাকি ভাবে ক্যানসারের চিকিৎসা করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা জানান।
এই নতুন থেরাপিটি সম্পর্কে বিশদে জানতে চাইলে জানা যায় যে, ক্যানসারের মারণ কামড় থেকে যাঁরা একেবারে সুস্থ্য হয়ে উঠেছেন তাঁদের শরীরের কোষ দিয়েই তৈরি হবে এই চিকিৎসা পদ্ধতি, ক্যানসারের প্রতিষেধক এই কোষগুলিকে প্রয়োজনে ১০ লক্ষ গুন বাড়িয়ে তুলবেন বিজ্ঞানীরা। আর সেই সেলগুলির দ্বারাই আগামীদিনে আরোগ্য লাভ করবেন আরও বহু কর্কট রোগাক্রান্ত মানুষ এমনই আশা রাখছেন ব্রিটিশ বিজ্ঞানীগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!