এখন পড়ছেন
হোম > রাজ্য > বাদ অনেক ‘হেভিওয়েট’, প্রার্থী তালিকায় ‘মন্ত্রী পুত্র’, ক্ষোভ বাড়ছে উত্তরবঙ্গ তৃণমূলে

বাদ অনেক ‘হেভিওয়েট’, প্রার্থী তালিকায় ‘মন্ত্রী পুত্র’, ক্ষোভ বাড়ছে উত্তরবঙ্গ তৃণমূলে

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ নিজের বাসভবনে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করেছিলেন । সেখানেই তিনি কোচবিহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদের ৩৩ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন। এই প্রার্থী তালিকা সবদিকে থেকেই বৈচিত্র্যপূর্ণ। এখানে স্থান পায়নি বর্তমানে জেলা পরিষদে থাকা অনেক সদস্যই। তালিকাভুক্ত হয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বর্তমান জেলা পরিষদের অনেক সদস্যের এবারে মনোনয়নপত্র না পাওয়ার কারণ হিসেবে রবীন্দ্রনাথবাবুর ব্যখ্যা সংরক্ষনের জন্যই এমনটা হয়েছে। রবীন্দ্রনাথ বাবুর ছেলে পঙ্কজ ঘোষ ২৮ নম্বর জেলা পরিষদের আসন থেকে প্রতিদ্বন্দীতা করছেন । এই এলাকাটি রবীন্দ্রনাথ বাবুর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির অর্ন্তগত। অপরপক্ষে এবার জেলা পরিষদে প্রার্থী হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ। আহমেদ সাহেব ১৫ নম্বর জেলা পরিষদের আসন থেকে দলের হয়ে প্রতিদ্বন্দীতা করবেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যাচ্ছে এই দুই তাবড় নেতার মধ্যে কে হতে চলছেন কোচবিহার জেলা পরিষদের আগামী জেলাসভাধিপতি। জেলা নেতৃত্বের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো ছাত্র নেতা বরুণকুমার দত্তকে জেলা পরিষদের ১৩ নম্বর আসনের জন্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা। এদিকে নির্বাচনে মনোনীত প্রার্থী তালিকা থেকে বাদ পড়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বর্তমান জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতচন্দ্র বর্মণ, তরণিকান্ত রায়, মমতাজ বেগম, কৃষ্ণকান্ত বর্মন প্রমুখ। তবে বর্তমান জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া এবারে ৩১ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী মনোনীত হয়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!