এখন পড়ছেন
হোম > রাজ্য > গোপন ডেরায় আশ্রয় বিরোধী প্রার্থীদের, আক্রমন নেমে আসছে আত্মীয়-পরিজনদের উপর

গোপন ডেরায় আশ্রয় বিরোধী প্রার্থীদের, আক্রমন নেমে আসছে আত্মীয়-পরিজনদের উপর

পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ্য করে আবারও উত্তপ্ত হলো বাঁকুড়া জেলা। এদিন বাঁকুড়ার জেলার রানিবাঁধে সিপিএম নেতার বাড়িতে একদল দুষ্কৃতি হাজির হয়ে হামলা করার অভিযোগ উঠলো। সিপিএমের জোনাল সম্পাদক মধুসূদন মাহাত ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। অভিযোগ তাঁকে না পেয়ে তাঁর ভাইকে দূষ্কৃতিরা তুলে নিয়ে গিয়ে মারধর করে। এই সিপিএম নেতার বাড়িতে বৃহস্পতিবার রাত থেকে বেশ কয়েকবার হামলা চালিয়েছে দুষ্কৃতিরা এমন অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন মধুসূদন বাবু সংবাদমাধ্যমকে এই ঘটনার কথা উল্লেখ করে বললেন,  ”আমার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ নাগাদ জনা পঞ্চাশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আমার বাড়িতে এসে ভাঙচুর চালায়। আমি ভয়ে বাড়ি ছাড়া। আমাকে না পেয়ে আমার ভাইকে ওদের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি এখন বাড়িতে ফোন করলে বাড়ির মহিলাদের শুধু কান্না শুনতে পাচ্ছি। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।” স্থানীয় এলাকাবাসীদের থেকে জানা যাচ্ছে মধুসূদন বাবু এলাকায় একজন অতি পরিচিত , পরোপকারী, ও গুণী চিত্রশিল্পী হিসেবে পরিচিত। হঠাৎ এইরকম একটি মানুষ ও তাঁর পরিবারের মানুষ দুষ্কৃতি হামলার শিকার হলেন , ব্যাপারটা যেন এলাকার সাধারণ মানুষেরা কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকার স্থানীয় লোকজন।  নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক মানুষ বললেন, ”শাসক দলের ভয়ে আমরা চাইলেও প্রতিবাদ করতে পারছি না। মধুসূদন মাহাত দলমত নির্বিশেষে সবার উপকার করেন।” রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে মধুসূদন মাহাতো রানিবাঁধ এলাকায় সিপিএমের একজন অন্যতম দলীয় কর্মী। তাই তাঁকে শায়েস্তা করতেই এই আক্রমন করা হয়েছে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার দায়িত্ব অস্বীকার করা হয়েছে।

  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!