এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার ‘উত্তরবঙ্গের গর্বকে’ রাজ্যসভার প্রার্থী করা নিয়ে শুরু প্রবল রাজনৈতিক তরজা

এবার ‘উত্তরবঙ্গের গর্বকে’ রাজ্যসভার প্রার্থী করা নিয়ে শুরু প্রবল রাজনৈতিক তরজা

করিমুল হক কয়েকদিন আগেই পদ্মশ্রী পেয়েছেন।এবার সেই ‘উত্তরবঙ্গের গর্বকে’ রাজ্যসভার প্রার্থী করা নিয়ে শুরু হলো প্রবল রাজনৈতিক তরজা। এদিন জলপাইগুড়িতে ফরওয়ার্ড ব্লক এর জেলা কমিটির বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিধায়ক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ রায় রাজ্যসভার সাংসদ পদে পদ্মশ্রী করিমুল হক এর নাম মনোনীত করার দাবি তুললেন। সাংবাদিক বৈঠকে গোবিন্দ বাবু বললেন, ” জনসংখ্যার হারে উত্তরবঙ্গ থেকে বরাবরই রাজ্যসভার প্রতিনিধিত্বের ক্ষেত্রে বঞ্চনা হয়েছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ উত্তরবঙ্গে বসবাস করেন। জনসংখ্যার হারে উত্তরবঙ্গ থেকে অন্তত চার জন রাজ্যসভার প্রতিনিধি থাকা দরকার। বাম আমলে আনন্দ পাঠক, সুজয় পাঠক, তারিণী রায়, কংগ্রেস আমলে প্রসেনজিত্‍ বর্মনকে রাজ্যসভায় প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছিল। তৃণমূল আমলে পাহাড়ের শান্তা ছেত্রিকে রাজ্যসভায় পাঠানো হলেও উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চনা হয়েছে। করিমুল হক উত্তরবঙ্গের গর্ব। তিনি রাজ্যসভার সাংসদ হলে গোটা উত্তরবঙ্গের মানুষ খুশি হবেন।”এখন দেখার তাঁর দাবি মানা হয় কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!