এখন পড়ছেন
হোম > রাজ্য > পাওয়া যাচ্ছে না ‘বিশেষ শব্দ’, ভেস্তে যাওয়ার পথে নারদ তদন্ত!

পাওয়া যাচ্ছে না ‘বিশেষ শব্দ’, ভেস্তে যাওয়ার পথে নারদ তদন্ত!

নারদা কান্ডে তদন্তে নয়া জটিলতার কবলে এবার সিবিআই অফিসারেরা। এখন তাদের দায়িত্ব তদন্তে গোপন ক্যামেরা অভিযানে বলা অভিযুক্তদের গলার স্বরের সঙ্গে তাঁদের সাধারণ স্বরের মিল খুঁজে বার করা। কম করে ১০-১২টা শব্দ এ রকম খুঁজে বার করে তা মিলিয়ে দেখতে হবে গোপন ক্যামেরায় ধরা ওই সব শব্দের সঙ্গে। আর এটা পারলেই তারা উত্তীর্ণ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার এই ১৩ জন অভিযুক্তের প্রত্যেকের এমন ১০-১২টা শব্দের মিল খুঁজে বার করতে কাবু সিবিআই অফিসাররা। এদিকে নারদা কান্ডে অভিযুক্ত অনেকেই তাঁদের গলার স্বরের নমুনা দিতে নারাজ। ১৩ জন অভিযুক্তের মধ্যে মাত্র ৩ জন সিবিআই অফিসারদের কাজে সহায়তার কারণে নিজেদের কন্ঠ স্বরের নমুনা দিতে রাজী হয়েছেন। কিন্তু এই ৩ জন অভিযুক্তের থেকে প্রাপ্ত কন্ঠস্বরের নমুনা থেকে প্রয়োজনীয় নমুনা মেলে নি। কারণ হিসেবে অফিসারের মনে করছেন যে প্রায় সব অভিযুক্তই ম্যাথুর সঙ্গে হিন্দি এবং ইংরেজিতে কথা বলেছিলেন। বাংলায় কথাবার্তা সেভাবে হয়নি । এমতো অবস্থায় তাঁরা কার্যতই কোনো কুল কিনারা করতে পারছেন না । তদন্তকারী অফিসারদের একটি অংশের দাবি অনুযাই কোনও অভিযুক্তকেই গলার স্বরের নমুনা দেওয়ার জন্য জোর করা যায় না। মূলত সেই কারণেই কয়েকটি বিশেষ সূত্রের মাধ্যমে কয়েক জনের গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সমস্ত বিষয় পর্যালোচনা করে সিবিআইয়ের এক আধিকারিক বললেন, ”সমস্যা একটা রয়েছে। আমরা সমাধানের চেষ্টায় রয়েছি। অনেক জায়গা থেকে সাহায্য চাওয়া হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!