এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রের দেওয়া ৩০০ কোটি টাকা খরচ করতে না পারার অভিযোগ নবান্নের বিরুদ্ধে

কেন্দ্রের দেওয়া ৩০০ কোটি টাকা খরচ করতে না পারার অভিযোগ নবান্নের বিরুদ্ধে

কেন্দ্রের দেওয়া ৩০০ কোটি টাকা খরচ করতে না পারার অভিযোগ নবান্নের বিরুদ্ধে। সম্প্রতি মোদী সরকারের কৃষি মন্ত্রী রাধামোহন সিংহ বিজ্ঞান ভবনে চলতি বছরে খরিফ শস্য উৎপাদনের মাত্রা স্থির করতে সমস্ত রাজ্যগুলির সাথে বৈঠকে বসেন। এদিন তিনি সমস্ত রাজ্যের কৃষি দফতরের নেতাদের সামনে পশ্চিমবঙ্গের দিকে আঙ্গুল তুলে বলেন, “জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় প্রায় ৩০০ কোটি টাকা খরচ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পে পশ্চিমবঙ্গে পরিসংখ্যান দেখছিলাম। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে মাত্র ৩৪ কোটি টাকা খরচ হয়েছে। ১০০ কোটি টাকা খরচ হয়নি। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় খরচ হয়নি ২০০ কোটি টাকা।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নবান্ন। নবান্নের কৃষি কর্তাদের প্রশ্ন অনুযায়ী প্রদেয় টাকা খরচ না হলে দ্বিতীয় দফায় রাজ্য টাকা পাবে কিভাবে।  এর পাল্টা উত্তরে কৃষি দফতরের এক করতে যুক্তি খাড়া করেন, ”২০১৭-‘১৮ আর্থিক বছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিমবঙ্গ ৩৮৪ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়েছে। খরচ হয়েছে ৩১০ কোটি ৫৮ লক্ষ টাকা। খাদ্য সুরক্ষা মিশনে বরাদ্দ হয়েছে ১৯৩ কোটি ২৪ লক্ষ টাকা। খরচ হয়েছে ১১৫ কোটি ৬১ লক্ষ টাকা। অর্থাত্‍ দু’টি প্রকল্প মিলিয়ে খরচ না হওয়া টাকার অঙ্কটি হচ্ছে ১৫১ কোটি ৫০ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী ৩০০ কোটির হিসেব পেলেন কোথা থেকে!” কৃষি মন্ত্রী যে অভিযোগ তুলেছেন তার সময়কাল নির্দিষ্ট করে বলতে না পারায় ফের এ রাজ্যের কৃষি কর্তাদের মনে সওয়াল তৈরী হয়েছে। কিন্তু এরপরে কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গের কৃষি দফতরকে স্বান্তনার সুরে জানান, ”আপনাদের দোষ নয়। একটা ব্যবস্থা বহু দিন ধরে চলে আসছে। কিন্তু সরকারের অর্থ যাতে খরচ হয়, তা নিশ্চিত করতে হবে।” চলতি বছরে বৃষ্টির ওপর আস্থা রেখে কৃষিমন্ত্রী গত বছরের তুলনায় ৬০ লক্ষ টন বেশি অর্থাৎ প্রায় ২,৮৩৭ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যের কথা জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!