এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের অনাস্থা প্রস্তাবে চরম ধাক্কা কেন্দ্র সরকারের, পাল্টা কৌশলের খোঁজ

বিরোধীদের অনাস্থা প্রস্তাবে চরম ধাক্কা কেন্দ্র সরকারের, পাল্টা কৌশলের খোঁজ


মোদি সরকারের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনল সমর্থন প্রত্যাহারকারী চন্দ্রবাবু নাইডু। সরব হয়েছেন রামবিলাশ পাসওয়ান সহ উত্তর প্রদেশের ছোট শরিক ওমপ্রকাশ রাজভরের দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। এর আগে মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রথম আনার কথা বলেছিলেন ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি। এরপর চন্দ্রবাবুর আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন জানায় কংগ্রেস। বিষয়টিতে বিপাকে পড়েছে মোদি-শাহ জুটি,এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, মমতা-চন্দ্রবাবু-স্ট্যালিন একজোটে মোদি সরকারের বিরুদ্ধে নীরব মোদি, নোট বাতিল, জিএসটি ইত্যাদি বিষয়ে সরব হবেন। আর এই সমালোচনা এড়াতে এদিন সংসদে কেন্দ্রীয় সরকার আসরে নামালো এডিএম-কে। সংসদে গোলমাল বাঁধিয়ে আগামী দু’তিন দিন ধরে অধিবেশন মুলতুবি করে অনাস্থা বিষয়ক প্রসঙ্গ এড়িয়ে গেল মোদি সরকার। সূত্রের খবর, গোলমাল বাঁধানোর বিষয়টি বুদ্ধিমানের কাজ বলে মনে করেছেন অরুন জেটলি, সঙ্ঘ নেতৃত্ব সহ অন্যান্য রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!