এখন পড়ছেন
হোম > জাতীয় > ফেডারেল ফ্রন্টের নেতৃত্ত্বে কি মুখ্যমন্ত্রী? নামে জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু নাইডু

ফেডারেল ফ্রন্টের নেতৃত্ত্বে কি মুখ্যমন্ত্রী? নামে জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু নাইডু


ফেডারেল ফ্রন্টের নেতৃত্ত্বে কি মুখ্যমন্ত্রী? নামে জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু নাইডু। আগামী লোকসভা নির্বাচনে মোদী বিরোধী জোট গঠনের নেতা বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। এই পদের যোগ্যতম প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কিনা এ বিষয়ে প্রশ্ন উঠলে মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানান, ”মমতা খুবই বড় মাপের নেত্রী।” আর যা ঘিরেই শুরু হয়েছে জল্পনা।তবে এদিন জোট নয় তাঁর আসার কারণ তিনি জানান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্প্রতি আঞ্চলিক দলগুলির সাথে বৈঠক সারার পর এদিন দীর্ঘ সময় ধরে সাংবাদিক বৈঠক করলেন চন্দ্রবাবু নাইডু। এদিন এনডিএ ত্যাগের কারণটিও তিনি সুস্পষ্টভাবে জানান। বিরোধী জোট গঠনের থেকেও অন্ধ্রের প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবি স্পষ্ট করার উদ্দেশ্যেই তিনি রাজধানীতে আসেন বলে তেলেগু দেশম পার্টি সূত্রের খবর। যদিও সাংবাদিক বৈঠকে জোট বিষয়ক প্রশ্ন তিনি এড়িয়ে যেতে পারেননি। এদিন সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সংক্রান্ত বক্তব্য চালিয়ে দিয়ে চন্দ্রবাবু বলেন, ”একে তো টাকা দিচ্ছে না কেন্দ্র, তার ওপর আমার গায়ে কাদা ছোড়া হচ্ছে। আমিও ৪০ বছর ধরে রাজনীতি করছি। সেই ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে বিজেপি।”এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সাথে বৈঠকের পর তিনি জানান, ”দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংসদের দুই কক্ষেই তাঁর দল আমাদের সমর্থন করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!