এখন পড়ছেন
হোম > রাজ্য > চিটফান্ড কান্ডে প্রতারিতদের টাকা ফেরত নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষনা আদালতের

চিটফান্ড কান্ডে প্রতারিতদের টাকা ফেরত নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষনা আদালতের

রাজ্যের বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে টাকা রাখলেও সেই টাকা আর না পাওয়ায় মাথায় হাত পড়েছিল সর্বস্বান্ত মানুষগুলোর। এবার তাঁদের কষ্ট উপশমের জন্য এক নির্দেশ জারি করল কোলকাতা হাইকোর্ট। এদিন এই চিটফান্ড গুলোতে যারা বিনিয়োগ করেছে তাদের অর্থ ফেরানোর ব্যাবস্থা করার নির্দেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর,অ্যালকেমিষ্ট,রোজভ্যালি,প্রয়াগের মত চিটফান্ড কোম্পানিগুলোতে টাকা রেখে যে মানুষগুলো নিজেদের টাকা খুইয়েছে এদিন তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখার দিকে নজর দেয় হাইকোর্ট। জানা গেছে,হাইকোর্টের নির্দেশেই গঠিত প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ কমিটি ও এসপি তালুকদার কমিটি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহন করবে।এই চিটফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের মধ্যেকার আইনজীবি অরিন্দম দাস বলেন, “অ্যালকেমিষ্ট 1 কোটি 35 লক্ষ,রোজভ্যালি 1500 কোটি, প্রয়াগ সাধারন মানুষের কাছ থেকে 1800 কোটি টাকা আত্মসাৎ করেছে এই বিপুল অঙ্কের টাকা যেসব তদন্তকারীর কাছে জমা রয়েছে তা এদিন কোর্টের তরফে জমা দিতে বলা হয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর,অ্যালকেমিষ্টের টাকা পাওয়ার ক্ষেত্রে যারা গত বছরে ডিসেম্বর মাসের 31 তারিখের আগে আবেদন করেছিলেন তাদেরই টাকা ফেরতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অন্যান্য কোম্পানীগুলোর টাকা বিনিয়োগকারিদের পৌছে দেওয়ার ক্ষেত্রে এই হাইকোর্টের দুই প্রাক্তন বিচারপতিদের গঠিত কমিটি থেকে নোটিস পাঠানো হবে বিনিয়োগকারিদের। অন্যদিকে বিচারপতি তালুকদার কমিটির কাছে হ্যানিম্যান গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে জমা করা হয়েছে 10 লক্ষ টাকা। তবে কোলকাতা হাইকোর্টের তরফে এরূপ উদ্যোগ নেওয়ায় চিটফান্ড কোম্পানিগুলোতে নিজেদের টাকা খোয়ানো সর্বস্বান্তভোগী মানুষেরা ফের নিজেদের সঞ্চিত অর্থ ফেরতের আশায় দিন গুনতে শুরু করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!