এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর পঞ্চায়েতে উন্নয়নের স্বীকৃতি দিল বিশ্বব্যাঙ্ক, আসছে ৪২৬ কোটির অনুদান

মুখ্যমন্ত্রীর পঞ্চায়েতে উন্নয়নের স্বীকৃতি দিল বিশ্বব্যাঙ্ক, আসছে ৪২৬ কোটির অনুদান


রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে বিশ্বব্যাপী চুড়ান্ত খ্যাতি অর্জন করেছে । এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এক দফা আন্তর্জাতিক কৃতিত্ব অর্জন করতে চলেছে। কেন্দ্রের মোদী সরকারকে একরকম তোয়াক্কা না করেই রাজ্যের পঞ্চায়েতের কাজে খুশি হয়ে বিশ্বব্যাঙ্ক রাজ্যকে দ্বিতীয়বার অনুদান দিতে চলেছে ।পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২১৭৮ গ্রাম পঞ্চায়েতের কাজে খুশি হয়ে ৪২৬ কোটি টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। এছাড়াও জানা গেছে যে খুব শীঘ্রই এই অনুদান পঞ্চায়েত দপ্তরে এসে পৌঁছাবে এবং তারপরই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য তা বন্টন করে দেওয়া হবে। উল্লেখ্য আগামী আগস্ট মাসেই প্রতিটি পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই রাজ্যের এই আর্ন্তজাতিক খ্যাতি নিঃসন্দেহেই রাজ্যের সাধারণ মানুষের মনে এক নতুন ধারণা জন্ম দেবে। যার ফল শাসক দলের অনুকূলে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!