এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ‘আত্মীয়াকে’ নিয়ে হুলুস্থুলু

মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ‘আত্মীয়াকে’ নিয়ে হুলুস্থুলু

বেহালার পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়, ঐ বিদ্যালয়ের শিক্ষিকা তুতুল বন্দ্যোপাধ্যায়। ঐ শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের কোনো নিয়মই পালন করতেন না তুতুল দেবী। নিজের পছন্দমত সময়ে বিদ্যালয়ে আসতেন আবার বিদ্যাময় থেকে বেরিয়ে যেতেন। বিদ্যালয়ে ঢুকেই হাজিরা খাতায় সই করে দিতেন। বিদ্যালয়ের কোনো অশিক্ষক কর্মচারী বা কোনো শিক্ষক এই কাজের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে ঐ শিক্ষিকা তাঁদের নানাভাবে অপদস্থ করতেন। নিজের প্রতিপত্তি বোঝাতে তুতুল দেবী সবসময় রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের নাম নিজের আত্মীয়ের তালিকায় অর্ন্তভূক্ত করতেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ছাত্রছাত্রীদের সাথে ও খুবই খারাপ সম্পর্ক ছিলো এই শিক্ষিকার। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে , শিক্ষিকা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্ক সচেতন করতে গেলে ঐ শিক্ষিকা তাঁর বিরদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার ও ভয় দেখায়। এরপর কার্যতই বাধ্য হয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং অভিভাবকদের জানান প্রধান শিক্ষক। এদিন সকালে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেয় , উদ্দেশ্য বিদ্যালয় ছুটি পর্যন্ত ঐ শিক্ষিকাকে বিদ্যালয়ে আটকে রাখা। এরপর ঐ শিক্ষিকা ফোনে তাঁর স্বামী কে এই ঘটনা জানালে শিক্ষিকার স্বামী শারিরীক বলপ্রয়োগ করে তালা ভেঙে শিক্ষিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে এই কাজ করার সময় শিক্ষিকার স্বামী ঘটনাস্থলে উপস্থিত মহিলা অভিভাবকদের সাথে অশালীন ব্যবহার করেন ও শারিরীক নিগ্রহের ও চেষ্টা করেন। বিদ্যালয়ে আকষ্মিক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর সুদীপ পোল্লে এসে উপস্থিত হন। স্থানীয় কাউন্সিলারের হস্তক্ষেপে অভিযুক্ত শিক্ষিকা মুক্তি পায়। বিদ্যালয় পরিচালন সমতির তরফ থেকে বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরে মঙ্গলবার থেকে ওই শিক্ষিকা বিদ্যালয়ে আসবেন না এই কথা দেওয়ার পরে বিক্ষোভ শান্ত হয়। যদিও অভিযুক্ত শিক্ষিকা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার ওই শিক্ষিকাকে প্রাথমিক শিক্ষা দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!