এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীর নতুন চাপ, জওয়ানদের বিক্ষোভের মুখে রাজ্য সরকার

পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীর নতুন চাপ, জওয়ানদের বিক্ষোভের মুখে রাজ্য সরকার


শিলিগুড়ি শহর সংলগ্ন অম্বিকানগরের আইআরবি ব্যারাকে বিক্ষুদ্ধ হয়ে উঠলো র‍্যাফের প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ জন জওয়ান। অভিযোগ উঠেছে আরআই সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে। জওয়ান বিক্ষোভের কারণ খতিয়ে দেখতে গিয়ে জানা যাচ্ছে এদিন লাইন আপ শেষে রাতে আরআই সৌরভ চক্রবর্তী মদ্যপ অবস্থায় হাফপ্যান্ট পরে কানে হেডফোন গুঁজে ব্যারাকের মেসে হাজির হন। মেসে রুটি কেন হয়নি সেই কারণে প্রথমে কয়েকজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রতিবাদ করতেই মারধর করেন। অন্যদিকে আরও একজনের কপালে বন্দুক ঠেকিয়ে তাঁকে  প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। এই ঘটনায় প্রায় ছয় জন আহত হন। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ঐদিন রাতেই উচ্চপদস্থ কর্তারা ব্যারাকে উপস্থিত হন। এক দফা বৈঠক ও হয়। পরদিন সকালে ডিআইজি আইআরবি জয়ন্ত পালে’র পৌরহিত্যে আরেক দফা বৈঠকের শেষে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। জওয়ানদের সঙ্গে ডিআইজি আইআরবি’র বৈঠকের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য এক মাস আগে প্রশিক্ষণ পর্ব সমাপ্ত হলেও প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ জন জওয়ানকে এখনও অবধি বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ছুটি চাইলে গালিগালাজ জুটতো। জওয়ানদের রান্নার কাজের পাশাপাশি বাসন মাজা, ঘর মোছা, বাথরুম পরিষ্কার-সহ একাধিক কাজ করতে হতো। এরপরেও নানা অজুহাতে অত্যাচার চলতো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!