এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উন্নয়ন নেই তাই বিরোধীদের মনোনয়নকেও ভয় মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক দাবি মুকুল রায়ের

উন্নয়ন নেই তাই বিরোধীদের মনোনয়নকেও ভয় মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক দাবি মুকুল রায়ের


মঙ্গলবার নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটুক্তি পূর্ণ এক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুল বাবু বললেন, ” তৃণমূল কংগ্রেস এতটাই হারের ভয় পেয়েছে যে, মারধর করে সমস্ত পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদ দখল করতে চাইছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিরোধীদের মনোনয়নকেও ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল। তাই নির্বাচন কমিশনকে নিজেদের হাতের পুতুল করে মনোনয়ন দিতে বাধা দান করছে। যদি রাজ্যে এতই উন্নয়ন হয়ে থাকবে, সরকার যদি রাজ্যের মানুষের সঙ্গেই থাকবে, তবে এত সন্ত্রাস-হানাহানি কেন? আসলে হিংসা ছড়িয়ে রাজ্যের গ্রাম দখলে রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস।” উল্লেখ্য এবার বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে রয়েছেন মুকুল রায়। শিবিরের পরিকল্পনা মতন যে জেলা গুলিকে বিজেপি নিজেদের আয়ত্ত্বে আনতে চেয়েছিলেন সেই জেলাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের সোমবার রাতে জারি করা বিজ্ঞপ্তিতে  মনোনয়নেরপত্র পেশের অতিরিক্ত দিন ধার্য করার পর মঙ্গলবার সকালে তা বাতিল করার বিষয়ে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!