এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর ‘অনুরোধকে বৃদ্ধাঙ্গস্ঠু’ দেখিয়ে একতরফা ‘বদলা’ চলছে বিরোধীদের উপর

মুখ্যমন্ত্রীর ‘অনুরোধকে বৃদ্ধাঙ্গস্ঠু’ দেখিয়ে একতরফা ‘বদলা’ চলছে বিরোধীদের উপর


রাজ্যে শাসকদলের পরিবর্তনের পরে ক্ষমতায় আসা নতুন সরকার প্রাক্তন শাসকদলের দলীয় কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হিংসা ও হানাহানিতে উন্মত্ত। আবারও রাজ্যের প্রধান বিরোধী সিপিএমের দলীয় কার্যালয় এবং দলীয় কর্মীদের ওপর আক্রমনের অভিযোগ উঠলো উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায়। এবারের আক্রমনের ঘটনায় আহিদুর রহমান নামে এক নেতা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় সিপিএমের পক্ষ থেকে বিজেপি ও আইপিএফটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই আক্রমনের ঘটনায় বেশ কয়েকজন সিপিএম কর্মী এবং এক নেতা আহত হয়েছেন। শুধু শারীরিক আক্রমনেই থেমে থাকেনি দুষ্কৃতিরা তারা দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু দলীয় নথিও লুঠ করেছে । ত্রিপুরার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযাই, সিপিএম-এর সোনামুড়া সাব ডিভিশনার অফিসে হামলার ঘটনায় আহিদুর রহমান নামে এক নেতা আহত হন। সিপিএম-এর মানিক ভাণ্ডার অফিসেও বিজেপির হামলায় আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সিপিএম-এর। উল্লেখ্য এর আগে বিজেপির বিরুদ্ধে সিপিএম কর্মী উৎপল দাস এবং রানিবাজারের সিপিএম কর্মী সম্রাট ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছিল। সিপিএমের পক্ষ থেকে রাজ্যে আইন সম্মত শাসন ব্যবস্থা অনুপস্থিত বলে দাবি করা হচ্ছে। যদিও বিজেপি কিংবা আইপিএফটির পক্ষ থেকে এই আক্রমনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!