এখন পড়ছেন
হোম > রাজ্য > দ্বন্দে কমিশন,চলছে চিন্তাভাবনা ,নবান্নে ফের চিঠি

দ্বন্দে কমিশন,চলছে চিন্তাভাবনা ,নবান্নে ফের চিঠি


এদিকে কমিশন শিগগিরই বৈঠক না ডাকলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে রাজ্য সরকার পাশাপাশি কমিশন তাদের গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ রাজ্য সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে বলেও জানা গেছে। আর এনিয়ে আজ ১৪ ই মে একদফায় ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। নবান্ন থেকে ফ্যাক্স করে জানিয়েছে রাজ্য সরকার। আর ১৬ ই মে ভোট গণনা চাইছেন।পাশাপাশি ৫৮ হাজার পুলিশ দেওয়া হবে ৫৮ হাজার বুথে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সরকারের এই প্রস্তাব ভেবে দেখছে কমিশন। এবং তাই এখন কমিশিনের সাথে যুগ্ম সচিব ও কমিশন বৈঠকে বসেছেন। কিন্তু এখনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন নি কমিশন বলে জানা গেছে। কেননা কয়েকটি পরিকল্পনার কথা জানা গেছে
১, কমিশনের তরফ থেকে নবান্নের প্রস্তাব মেনে নেওয়া

২. দুই দফায় ভোট চেয়ে ফের নবান্নে চিঠি

৩. নিরাপত্তার প্রশ্নে ফের আদালতের দ্বারস্থ হওয়া। কেননা রাজ্যের হাতে মোতে ৫৮ ০০০ পুলিশ আছে সে বন্দুকধারী থেকে শুরু করে লাঠিধারী সব মিলিয়ে। যেখানে বুথ হলো ৫৮০০০ রের বেশি ফলে সব বুথে পুলিশ দেওয়া ও যাবে না। আর আদালত জানাতে বলেছিলেন যে ভোটের সময় নিরাপত্তার বিষয়টি জানাতে। যেন কড়া নোরাপত্তা নেওয়া হয়। আপাতত নবান্নে দুই দফায় ভোটের প্রস্তাব দিয়ে চিঠি পাঠাচ্ছে কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!